মৃত্যুঞ্জয় সরদার :পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থানের কথা বলতে আমরা আন্টার্টিকা মহাদেশের ভস্টক বৈজ্ঞানিক কেন্দ্রটির কথা বলতে পারি। ১৮৮৩ সালের ২১ জুলাই এখানে একটি বৈজ্ঞানিক পর্যবেক্ষন চালানো হয়েছিল। দেখা গেল এ অঞ্চলের তাপমাত্রা দাঁড়িয়েছে -১২৮ ডিগ্রি ফারেনহাইট আথবা -৮৯.২ ডিগ্রি সেন্টিগ্রেড। কিছুদিন আগে পর্যন্ত আমরা স্বীকৃতি দিয়েছিলাম সাইবেরিয়ায় একটি স্থানকে পৃথিবীর শীতলতম স্থানের।
কিন্তু বতর্মানে বৈজ্ঞানিক অনুসন্ধানের ফলে আন্টার্টিকাতেই সেই স্বীকৃতি দিতে হবে। সাইবেরিয়ার একটি অঞ্চল আছে যার নাম ওয়াইমকাজোম। এটি পুর্ব সাইবেরিয়ায় ইসাকুটিয়া প্রদেশে অবস্থিত। এই অঞ্চলের তাপমাত্রা কমতে জানুয়ারি মাসে -৯৪ ডিগ্রি ফারেনহাইড অথবা -৭০ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। জানুয়ারি মাসকে এহ অঞ্চলের শীতলতম মাসের আখ্যা দেওয়া হয়েছে।
কিন্তু বতর্মানে বৈজ্ঞানিক অনুসন্ধানের ফলে আন্টার্টিকাতেই সেই স্বীকৃতি দিতে হবে। সাইবেরিয়ার একটি অঞ্চল আছে যার নাম ওয়াইমকাজোম। এটি পুর্ব সাইবেরিয়ায় ইসাকুটিয়া প্রদেশে অবস্থিত। এই অঞ্চলের তাপমাত্রা কমতে জানুয়ারি মাসে -৯৪ ডিগ্রি ফারেনহাইড অথবা -৭০ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। জানুয়ারি মাসকে এহ অঞ্চলের শীতলতম মাসের আখ্যা দেওয়া হয়েছে।
0 comments:
Post a Comment