অনুব্রত গড়ে আজও তাঁর জনসংযোগ কতটা নিবিড় প্রমান আজকের পুরোহিত সমাবেশ

স্নেহাশিষ মুখার্জি : আজ বীরভূমের বোলপুরে ডাকবাংলোর মাঠে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত পুরোহিত সমাবেশ আবার প্রমান করে দিল অনুব্রত গড়ে অনুব্রতই শেষ কথা | রাজ্যে বিজেপি যতই হিন্দুত্ববাদীর ধোঁয়া তুলে শাসক দলকে এক ঘরে করার চেষ্টা করুক , তা যে কেষ্টার জামানায় হচ্ছে না তা আজকের পুরোহিত সমাবেশ ই  সবচেয়ে বড় প্রমান | সোমবার বোলপুরে নাম না করে রাজ্যের বিজেপিকে কটাক্ষ করে পুরোহিত সমাবেশে অনুব্রত বলেন -' আমি ভুল করলে আমাকে ক্ষমা করে দেবেন | কিন্তু কারও কাছে হিন্দুত্ব শিখবো না | প্রয়োজনে আপনাদের কাছে শিখবো '|


এদিনের সভা থেকেই নাম না করে জোরাল আক্রমণ করেন বিজেপিকে অনুব্রত | তিঁনি বলেনঃ ' আমাদের বাড়ীতে ৪০০ বছরের দূর্গা পূজো হয় | ৪ টা শিব মন্দির রয়েছে আমাদের বাড়ীতে | আমি জানি হিন্দুত্ব কি | কাউকে শেখাতে হবে না '| তিঁনি অভিযোগ করেন  সারা দেশ জুড়ে হিন্দুত্ববাদের সুড়সুড়ি দিয়ে , জাতপাতের হিড়িক তুলে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চাইছে বিজেপি | পাশাপাশি তিঁনি দাবি করেন তাঁর জেলায় হিন্দু , মুসলিম , খ্রিষ্টান , আদিবাসীর সম্প্রীতি অটুট রয়েছে | তাঁর সরকার সর্ব ধর্মে বিশ্বাসী | জাতপাতের রাজনিতীতে নয় | তারাপীঠে বহু মুসলিম পূজো দিতে জান , তিঁনি নিজেও দুই ঈদের কোলাকুলির পাশাপাশি বিভিন্ন মাজারে ( খুস্তিগীরির হজরত সৈয়দ শাহ কোরবানি , পাথরচাপড়ীর দাতা বার মাজারে ) যান | 

এদিন জেলার প্রায় ৯ থেকে ১o হাজার পুরোহিত নিয়ে অনুব্রত মণ্ডল এই সম্মেলনের আয়োজন করেন | এদিনের সম্মেলনে প্রত্যেক পুরোহিতকে সাম্মানিক হিসাবে একটা নামাবলী , একটা গীতা , এবং রামকৃষ্ণ , বিবেকানন্দ , সারদা মায়ের ছবি হাতে তুলে দেওয়া হয় | সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় , চন্দ্রনাথ সিনহা সহ প্রমূখ জেলা নেতৃত্ব | ইতিহাস সাক্ষি রাজ্যের তরফ থেকে এই প্রথম পুরোহিত সম্মেলন , রাজ্যের পদ্ম শিবিরকে অনেক টাই ব্যাকফুটে ফেলে দিতে সক্ষম হোয়েছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment