প্রতি বছর বলিউডে নাম লেখান বেশ কিছু নতুন অভিনয়শিল্পী। এদের কেউ হয়ে ওঠেন ভবিষ্যতের তারকা আবার কেউ ঝরে পড়েন। এ বছরও বলিউডে আসছে বেশ কিছু নতুন মুখ। এর মধ্যে কয়েকজনকে নিয়ে এই প্রতিবেদন।
সারা আলী খান: বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিং দম্পতির মেয়ে সারা। বিগত কয়েক বছর ধরেই তিনি আলোচনায় আছেন। সবকিছু ঠিক থাকলে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে এ বছর রুপালি পর্দায় অভিষেক হবে সারার।
ইশান কাট্টার : অভিনেতা শহিদ কাপুরের ভাই। করন জোহরের ‘ধড়ক’ সিনেমায় জানভি কাপুরের বিপরীতে অভিনয় করছেন তিনি।
জানভি কাপুর : অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের মেয়ে জানভি কাপুর। সারা আলী খানের মতো জানভিও রয়েছেন অলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ভক্তদের মাতামাতি চোখে পড়ার মতো। করন জোহর প্রযোজিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে এ বছর বলিউডে অভিষেক হচ্ছে তার।
অনন্যা পান্ডে : অভিনেতা চাংকি পান্ডের কন্যা। হিন্দি সিনেমার দুনিয়ায় চলতি বছরেই পা রাখার সম্ভবনা রয়েছে তার। করন জোহরের ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে দেখা যেতে পারে তাকে।
মিথিলা পালকর : অভিষেক হতে যাওয়া নতুন তারকাদের মধ্যে মিথিলা খানিকটা অপরিচিত। এর আগে বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করলেও বড় পর্দায় এই প্রথম। দুলকার সালমানের বিপরীতে ‘কারওয়ান’ সিনেমায় তাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
মৌনি রায় : ২০১৫ সাল থেকে কালারস টিভিতে প্রচারিত ‘নাগিন’ সিরিয়ালে অভিনয় করেছেন। পেয়েছেন দর্শকপ্রিয়তা। অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে মৌনি রায়ের।
আয়ুশ শর্মা : তার সবচেয়ে বড় পরিচয় তিনি সালমান খানের ছোট বোন অর্পিতার স্বামী। বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করলেও নতুন বছরে সিনেমায় অভিষেক হতে পারে তার।
দুলকার সালমান : মালায়ালাম সিনেমায় বেশ পরিচিত মুখ তিনি। শোনা যাচ্ছে, বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খানের সাথে ‘কারওয়ান’ সিনেমার মাধ্যমে বিটাউনে পা রাখবেন এই সুদর্শন অভিনেতা।
সারা আলী খান: বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিং দম্পতির মেয়ে সারা। বিগত কয়েক বছর ধরেই তিনি আলোচনায় আছেন। সবকিছু ঠিক থাকলে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে এ বছর রুপালি পর্দায় অভিষেক হবে সারার।
ইশান কাট্টার : অভিনেতা শহিদ কাপুরের ভাই। করন জোহরের ‘ধড়ক’ সিনেমায় জানভি কাপুরের বিপরীতে অভিনয় করছেন তিনি।
জানভি কাপুর : অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের মেয়ে জানভি কাপুর। সারা আলী খানের মতো জানভিও রয়েছেন অলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ভক্তদের মাতামাতি চোখে পড়ার মতো। করন জোহর প্রযোজিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে এ বছর বলিউডে অভিষেক হচ্ছে তার।
অনন্যা পান্ডে : অভিনেতা চাংকি পান্ডের কন্যা। হিন্দি সিনেমার দুনিয়ায় চলতি বছরেই পা রাখার সম্ভবনা রয়েছে তার। করন জোহরের ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে দেখা যেতে পারে তাকে।
মিথিলা পালকর : অভিষেক হতে যাওয়া নতুন তারকাদের মধ্যে মিথিলা খানিকটা অপরিচিত। এর আগে বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করলেও বড় পর্দায় এই প্রথম। দুলকার সালমানের বিপরীতে ‘কারওয়ান’ সিনেমায় তাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
মৌনি রায় : ২০১৫ সাল থেকে কালারস টিভিতে প্রচারিত ‘নাগিন’ সিরিয়ালে অভিনয় করেছেন। পেয়েছেন দর্শকপ্রিয়তা। অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে মৌনি রায়ের।
আয়ুশ শর্মা : তার সবচেয়ে বড় পরিচয় তিনি সালমান খানের ছোট বোন অর্পিতার স্বামী। বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করলেও নতুন বছরে সিনেমায় অভিষেক হতে পারে তার।
দুলকার সালমান : মালায়ালাম সিনেমায় বেশ পরিচিত মুখ তিনি। শোনা যাচ্ছে, বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খানের সাথে ‘কারওয়ান’ সিনেমার মাধ্যমে বিটাউনে পা রাখবেন এই সুদর্শন অভিনেতা।
0 comments:
Post a Comment