সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

NNS :নরেন্দ্র মোদী সরকারের আমলে নজিরবিহীন ভাবে এই প্রথম সুপ্রিম কোর্টের কর্মরত চার বিচারপতি প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে রীতিমত সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ তুললেন | তাঁরা অভিযোগ করেছেন যে দীপক মিশ্রের আমলে সুপ্রিম কোর্টের প্রশাসন ঠিক মত কাজ করছে না | 

অনেক জিনিস প্রত্যাশা মত হচ্ছে না | অথচ কয়েক মাস ধরে অপ্রত্যাশিত অনেক ঘটনা ঘটেছে | তাঁর জন্যেই তাঁরা এই সাংবাদিক বৈঠক ডাকতে বাধ্য হয়েছেন | জানা গেছে সুপ্রিম কোর্টের চার বিচারপতি ক্যুরিয়ান জোসেফ , রঞ্জন গগৈ , মদন লোকুর , ও জে চেলারামেস্বর নজিরবিহীন ভাবে এদিন সাংবাদিক বৈঠক করে বলেছেন তাঁদের যেটা মনে হয়েছে তা এবার সরাসরি জনগনকে জানালেন | 

প্রধান বিচারপতি দীপক মিশ্রকে বারবার জানিয়েও কোন ফল না হওয়ায় তাঁরা বাধ্য হয়ে এই সাংবাদিক সম্মেলন ডাকতে বাধ্য হয়েছেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment