NNS : তিন তালাক সংক্রান্ত বিল লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় আটকে যাবার পর এবার অর্ডিনেন্স এনে তা চালু করার ভাবনা চিন্তা চলছে নরেন্দ্র মোদি সরকারের মধ্যে | তিন তালাককে আইনত অপরাধ ঘোষণা সংক্রান্ত এই বিল কার্যকরী করতে সব ধরনের পথই খোলা রাখছে কেন্দ্রীয় সরকার |
অর্ডিনেন্স আনার কথা যেমনই ভাবা হচ্ছে , তেমনি বাজেট অধিবেশনের সময় সংসদে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন ডেকে বিলটি কার্যকর করাও চাপ বাড়ছে মোদি সরকারের মধ্যে |
অর্ডিনেন্স আনার কথা যেমনই ভাবা হচ্ছে , তেমনি বাজেট অধিবেশনের সময় সংসদে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন ডেকে বিলটি কার্যকর করাও চাপ বাড়ছে মোদি সরকারের মধ্যে |
0 comments:
Post a Comment