কংগ্রেসের সঙ্গে বোঝাপোড়ার রাস্তাতেই সিইপিআই পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব

NNS:পশ্চিমবঙ্গে এর পুর্ব মেদিনীপুরের তমলুকে সদ্য সামাপ্ত সিপিআইয়ের পশ্চিমবঙ্গে রাজ্য সন্মেলনে দেশে ধৰ্মীয় ফ্যাসিবাদের আত্নপ্রকাশ ও বিজেপির মত দক্ষিণপন্থী সাম্প্রদায়িক শক্তির বিপদকে প্রতিহত করার রাজনৈতিক লাইন গ্রহণ করা হয়েছে |কিছুদিন ধরেই বিজেপিকে রুখতে বাম শিবিরে কংগ্রেস সম্পর্কে নরম মনোভাব ফুটে উঠেছে |সিপিএমএর শীর্ষ নেতৃত্বই হোক আর তমলুকের সিইপিআই রাজ্য সম্মেলন হোক সর্বত্রই জাতীয় কংগ্রেস এখন আলোচনার কেন্দ্ৰবিন্দু তে চলে এসেছে |
বিজেপি ও কংগ্রেস থেকে সমদূরত্ব না বিজেপি বিরোধিতাই কংগ্রেসের সঙ্গে জোট এই নিয়ে চলছে পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতি |বিতর্ক আলোচনা অব্যহত রয়েছে |এদিকে পুর্ব মেদিনীপুরের তমলুকে ৪দিন চলা সিইপিআইয়ের রাজ্য সম্মেলনে জানিয়ে দেওয়া হয়,ভারতে হিন্দু ফ্যাসিবাদী শক্তি আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়াই চালাতে সিইপিআই পশ্চিমবঙ্গের নেতৃত্বের সঙ্গে চলতে আপত্তি নেই |একই সঙ্গে কংগ্রেস ও বিজেপির মধ্যে পাৰ্থক্য রোয়েছে বলে দাবী করে সিপিআই নেতারা বলেছেন কংগ্রেসের তুলনায় অনেক দক্ষিনপন্থী বিজেপি |

স্বাভাবিক ভাবে কংগ্রেসের চেয়ে বিজেপির বিপদ যে অনেক বেশি সে বিষয়ে একমত সিপিআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব |সিপিআইয়ের পার্টি কংগ্রেসে এই বিষয়ে নিশ্চিত উপযুক্ত লাইন নেওয়া হবে বলে মনে করছেন রাজ্য সিইপিআইয়ের অধিকাংশ নেতা |সিপিআই এর মধ্যে ও একদল কট্টোরপন্থী আছেন যারা কংগ্রেস সম্পর্কে আলার্জি বোধ করেন |কিন্তু তমলুকে সিপিআইয়ে এর রাজ্য সন্মেলনে কংগ্রেস বিরোধি কট্টরপন্থীরা পাত্তাই পায় নি |

সিপিআই এর পশ্চিমবঙ্গের রাজ্য নেতৃত্ব ধর্মীয় ফ্যাসিবাদি শক্তির বিরুদ্ধে দেশজুড়ে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্যের যে ডাক দিয়েছেন তাতে সিপিএমএর কংগ্রেস ঘেঁষা বেঙ্গাল লাইনপন্থীরা যে খুশি তা বলাই বাহুল্য |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment