এখনও ফেরার আলিপুর জেলের ৩ বন্দী

Indiapost24 Web Desk:আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে চম্পট দেওয়া ৩ বন্দী এখনও ফেরার | অভিযুক্তরা বাংলাদেশী হওয়ায় তারা বাংলাদেশে পালিয়ে যেতে পারে বলে অনুমান করছেন গোয়েন্দারা | সীমান্ত এলাকা গুলিতে নজরদারি বাড়ানো হোয়েছে | বনগাঁ , বসিরহাটের পাশাপাশি উত্তর ২৪ পরগণার অনান্য সীমান্তবর্তী এলাকায় চলছে তল্লাশি | যোগাযোগ করা হয়েছে বি এস এফের সঙ্গেও | 
এই তিন বন্দীর সঙ্গে কারা দেখা করতে আসত জানতে খুঁটিয়ে দেখা হচ্ছে জেলের ভিসিটর্স বুক | জানা গিয়েছে মাদক মেশানো মোয়া খাইয়ে অন্যান্য বন্দিদের বেহুঁশ করে গরাদ কেটে চম্পট দেয় এই তিনজন | জেলের পাঁচিল টপকানোর জন্য তারা পাইপের টুকরো , পেয়ারা গাছের ডাল ও শালকে দড়ি হিসাবে ব্যাবহার করেছিল এই ঘটনায় তিন কারারক্ষীকে সাসপেন্ড করেছে জেল কর্তৃপক্ষ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment