সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোতে এসে নিজের বিয়ে নিয়ে একটি বিষয় পরিষ্কার করেন বলিউডের ডিম্পল গার্ল। আর সেটা হলো বিয়েতে আমন্ত্রিতদের লিস্ট। দীপিকাকে নেহা প্রশ্ন করেন, বিয়েতে তিনি ক্যটরিনা কাইফকে আমন্ত্রণ জানাবেন কিনা? দীপিকা সরাসরি এর উত্তর দেন, না।
প্রসঙ্গত, দীপিকার সঙ্গে ক্যাটের সম্পর্ক যে মোটেও ভালো নয়, এখবর বলিউডের প্রায় সবাই জানেন। শোনা যায় ক্যাটরিনা আসাতেই নাকি দীপিকা-রণবীর কাপুরের সম্পর্ক ভেঙেছিল। আর তারপর থেকেই দিপ্পি-ক্যাটের সম্পর্কে চির ধরে। যদিও পরবর্তীকালে ক্যাটরিনার সঙ্গেও ব্রেকআপ হয়ে যায় রণবীর কাপুরের।
0 comments:
Post a Comment