Indiapost24 Web Desk:রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর তৈরি 12 হাজার কিমি গ্রামীণ সড়ক নির্মাণের জন্য । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই নির্মাণের উদ্বোধন করবেন। এই নির্মাণ সম্পন্ন হলে, সড়ক যোগাযোগে রাজ্য নতুন মাত্রা পাবে।
2019 সালের মধ্যে রাজ্যে 35 হাজার কিমি গ্রামীণ সড়ক নির্মিত হবে। ক্ষমতায় আসার পর, মুখ্যমন্ত্রী গ্রামীণ সড়ক নির্মাণে জোর দিয়েছিলেন; তার ফলস্বরূপ, 2011 থেকে ইতিমধ্যেই 13 হাজার 571 কিমি রাস্তা নির্মিত হয়েছে। প্রসঙ্গত, বাম আমলে 2001 থেকে 2011 সালের মধ্যে মাত্র 10 হাজার 239 কিমি রাস্তার নির্মাণ হয়েছিল। সেই সময় এই সড়ক নির্মাণের পুরো খরচ দিত কেন্দ্র।
2015- 16 সাল থেকে কেন্দ্র এই নির্মাণের মাত্র 60 শতাংশ ব্যয় বহন করে; সড়কের রক্ষনাবেক্ষনের ভারও রাজ্যকে বহন করতে হয়। সড়ক যোগাযোগ ব্যবস্থায় রাজ্যের অভূতপূর্ব উন্নতি গ্রামীণ জনসাধারনের জীবন ধারার মান বদলে দিয়েছে। বেড়েছে ব্যবসা। গ্রামে অনেক নতুন বাসে রুট চালু হয়েছে। কমেছে স্কুল ছুটির সংখ্যা। পর্যটনের জন্য খুলেছে অনেক হোটেল ও রিসোর্ট ।
0 comments:
Post a Comment