সাফল্যের পর পারিশ্রমিক বাড়িয়েছেন রণবীর সিং

বলিউড অভিনেতা রণবীর সিং এর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'পদ্মাবত' আর আলাউদ্দিন খিলজি চরিত্রে অভিনয় করেছেন রণবীর। সিনেমা মুক্তির পর থেকেই চরিত্রটিতে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন রণবীর।
পদ্মাবত সিনেমাটিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর। 
জানা গেছে, এ সিনেমাটির জন্য সবচেয়ে বেশি ১৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন দীপিকা। এদিকে সিনেমাটির বক্স অফিস সাফল্যের পর পারিশ্রমিক বাড়িয়ে কথিত প্রেমিকার সমান চাইছেন রণবীর। একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।


সূত্র সংবাদমাধ্যম, ‘বক্স অফিসে আপনি যখন কোনো ভালো সিনেমা উপহার দিবেন তখন পারিশ্রমিক বাড়ানোটা সময়ের দাবি। রণবীর এখন তার দাম বাড়িয়ে চাইছেন। যেহেতু তার সিনেমা পুরো ভারতজুড়ে মুক্তি পেয়েছে তার পারিশ্রমিকটাও বড় অঙ্কের হবে। দীপিকার দিক থেকে তিনি অন্যান্য সিনেমার চেয়ে এটির জন্য বেশি দিন সময় দিয়েছেন। পদ্মাবত সিনেমার বর্তমান অবস্থা অনুযায়ী তার পারিশ্রমিক ১৩ কোটি রুপি যুক্তিসঙ্গত।’
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment