Indiapost24 Web Desk:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সড়ক ও জাতীয় সড়কের ধারে মোটেল এবার সারা রাজ্যে ছড়িয়ে পড়ল | এই মোটেল গুলির পোশাকি নাম ' পথ সাথী '| এখন রাজ্যের ২৩ টি জেলাতেই পথ সাথী মোটেল আছে | প্রতিটা মোটেলেই থাকার ঘর সহ শৌচালয় আছে | বাতানুকুল ও সাধারণ দুই ধরণের ঘরই আছে | এই মোটেল গুলিতে মানুষ বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রাতরাশ ও নৈশ ভোজও সারতে পারবেন | ভবিষ্যতে আরও মোটেল তৈরি হবে | এই মোটেল গুলি স্বনির্ভর গোষ্ঠির মহিলারা পরিচালনা করেন | এতে মহিলারাও স্বাবলম্বী হচ্ছেন | প্রাতঃরাশ ও নৈশ ভোজ তৈরি করা থেকে পরিবেশনও এই মহিলারাই করেন |
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠণের পর থেকে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জেলা সফর করেছেন ও দেখেছেন রাস্তাঘাটে শৌচালয়ের অভাবে খুব অসুবিধায় পড়তে হয় মহিলাদের | তাই তিঁনি 2011 তে ক্ষমতায় আসার পর এই প্রকল্পের অনুমোদন দেন | রাজ্য সড়ক ও জাতীয় সড়ক সংস্কারের পর এখন অনেকেই গাড়ীতে করে দূর দূরান্তরে যাতায়াত করেন | প্রত্যন্ত পর্যটন অঞ্চলগুলিতেও রিসর্ট তৈরি হয়েছে | যেহেতু পর্যটকের সংখ্যা বাড়ছে সেহেতু মোটেলের সংখ্যাও বাড়ছে | স্বাভাবিক ভাবেই এই প্রকল্পের সাফল্য তুঙ্গে |
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠণের পর থেকে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জেলা সফর করেছেন ও দেখেছেন রাস্তাঘাটে শৌচালয়ের অভাবে খুব অসুবিধায় পড়তে হয় মহিলাদের | তাই তিঁনি 2011 তে ক্ষমতায় আসার পর এই প্রকল্পের অনুমোদন দেন | রাজ্য সড়ক ও জাতীয় সড়ক সংস্কারের পর এখন অনেকেই গাড়ীতে করে দূর দূরান্তরে যাতায়াত করেন | প্রত্যন্ত পর্যটন অঞ্চলগুলিতেও রিসর্ট তৈরি হয়েছে | যেহেতু পর্যটকের সংখ্যা বাড়ছে সেহেতু মোটেলের সংখ্যাও বাড়ছে | স্বাভাবিক ভাবেই এই প্রকল্পের সাফল্য তুঙ্গে |
0 comments:
Post a Comment