আগামী পঞ্চায়েত ভোটে সমাজের যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তি প্রার্থীদের কেই ভোটে প্রার্থী করতে হবে: কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ !!!

Sujit Ghosh :  নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কুচবিহার জেলার ৯ টি বিধানসভার ১৯০৫ টি ব্লকের প্রায় দশ হাজার কর্মী সমর্থক কে নিয়ে সম্পন্ন হল পঞ্চায়েত রাজ সম্মেলন |  সভায় আলোচ্য বিষয়বস্তু ছিল মমতা ব্যানার্জীর বিভিন্ন উন্নয়নের প্রকল্পগুলি এবং দলীয় নেতা নেত্রীদের  নির্দেশ দেওয়া হল একত্ৰিত জোটবদ্ধ ভাবে মানুষের ঘরে ঘরে , বুথে বুথে পৌঁছিয়ে উন্নয়নের প্রচারকে হাতিয়ার করে আগামী ভোটে জিততে হবে পাশপাশি  অপসংস্কৃতি ও বিভেদকামী দল বিজেপির কুসংস্কারাচ্ছন্ন মনোভাব থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে হবে মমতা ব্যানার্জীর উন্নয়ণকে হাতিয়ার করে  | কারন তাঁরা বিভেদকামী দল , তারা হিন্দু মুসলিম লড়াই দাঙ্গা বাঁধিয়েই থাকে , সেই কারনে প্রতিটা সম্প্রদায়ের মানুষকে এই দলের থেকে দূরে থাকতে হবে |

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কুচবিহার জেলার সভাপতি  রবীন্দ্রনাথ ঘোষ আমাদের জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক কর্মিকে প্রত্যেকটা বুথ থেকে মানুষকে একত্রিত ও সংগঠিত করে ১০০ শতাংশ প্রার্থীদের জিতিয়ে আনতে হবে | নির্বাচন কমিশন থেকে সংরক্ষনের যে লিষ্ট এসেছে সেই অনুযায়ী প্রার্থী চয়ন করতে হবে এবং সমাজের যোগ্য ও  স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে মনোনয়নের ব্যাবস্থা করতে হবে | তিঁনি আরও বলেন  পঞ্চায়েত ভোটের আগেই আমরা হলদিবাড়ী মেথি বাড়ীর মধ্যে ৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে দিয়েছি কারণ  জয়ী সেতুর কাজ শুরু হয়ে গেছে , মেডিক্যাল কলেজ এর কাজ শুরু হয়ে গেছে সর্বত্র জল ও বিদ্যুৎ পৌঁছিয়েছে যার ফলে সাধারণ মানুষের মনে একটা ব্যাপক সাড়া পড়েছে  | বন মন্ত্রী  বিনয় কৃষ্ণ বর্মণ আমদের জানান গণতন্ত্রের দেশে  পঞ্চায়েত নির্বাচনে সবাই দাঁড়াতে চায় | তবে কৃতী ব্যাক্তিদের সামনে আনাটাই আমাদের লক্ষ্য |

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকশী আজ এই কর্মি সভায় সরাসরি লোডশেডিংয়ের জন্য পূর্বতন বাম সরকারকেই দায়ী করেন | তিঁনি বলেন বামফ্রন্টের আমলে মাত্র ৯% গ্রামের বাড়ীতে ইলেকট্রিক ছিল . আর এখন ১০০ শতাংশ বাড়ীতে ইলেকট্রিক | যা ৩৪ বছরে বামফ্রণ্ট করতে পারেনি এই সরকার তা মাত্র ৬ বছরেই করে দেখিয়েছে |তাই মা মাটি মানুষের সরকারের সমস্ত জনহিতকর পরিকল্পনাগুলো ও প্রকল্পগুলি মানুষজনের মধ্যে প্রচারেই নিশ্চিত জয় হবে রাজ্যের সব পঞ্চায়েতে ..আর এইভাবে সমস্ত নেতা ও কর্মীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা হয় মঞ্চ থেকে .
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment