স্নেহাশিষ মুখার্জি :বীরভূম জেলার কার্যকারী সাধারণ সম্পাদক তথা মৎস মন্ত্ৰী চন্দ্রনাথ সিনহার উদ্যোগে গত দুবছর ধরে পাড়ুই থানার অন্তর্গত স্থানীয় গবীর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নিখরচায় পাড়ুই থানাতেই প্রশিক্ষণপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয় | আজ ইতিমধ্যে ৫৫ জন ছাত্র-ছাত্রীদের হাতে কোর্স শেষে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং এবছর এই ভাবে ৩৬ জন ছাত্র-ছাত্রীদের একটা ব্যাচ প্রশিক্ষণরত অবস্থায় আছে পাড়ুই থানার এই প্রশিক্ষণ কেন্দ্রে |
পাশাপাশি পশ্চিমবঙ্গে বহু চর্চিত ও আলোচিত অশান্ত পাড়ুইয়ে বর্তমানে এক শান্তির বাতাবরণ তৈরী হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ | এদিন মন্ত্রীর একান্ত প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় আবারও পাড়ুই থানার অন্তৰ্গত আটটি অঞ্চল অর্থাৎ বোলপুর বিধানসভার তিনটি অঞ্চল , নানুর বিধানসভার একটি অঞ্চল , লাভপুর বিধানসভার দুটি অঞ্চল ও সাঁইথিয়া বিধানসভার দুটি অঞ্চলে মোট ২৪০০ জন আগামী মাধ্যমিক ও উচচ মাধ্যমিক পরিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়ে বীরভূম জেলা তথা রাজ্যে এক বিশেষ নজির গড়লেন তিনি | এদিন তাদের সম্বর্ধনা দিয়ে আত্মবিশ্বাস বাড়াবার পাশাপাশি পরীক্ষায় ভাল ফল করার জন্য তাদের উজ্জীবিত করতে তাদের হাতে একটা করে লেটার প্যাড , একটা ডট্ পেন ও একটা স্কেল বিতরণের ব্যাবস্থা করা হয় মন্ত্রীর তরফ থেকে | সাধারণত মন্ত্রীর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ জন এবং মা মাটি মানুষের এক জন সৈনিক হিসাবে তাঁর এই কর্মকান্ডে তাঁরা খুবই আপ্লুত |
মন্ত্রী আমাদের ওয়েব মাধ্যমকে জানান ' সাধারণত সর্বত্রই পরীক্ষার পরে ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় | আমি একটু উলটো ভেবে পরীক্ষার আগে তাদের আত্মবিশ্বাস কে আরও বাড়াবার জন্য যাতে তারা পরীক্ষায় আরও ভাল ফল করতে পারে সেই জন্য অগ্রিম তাদের সম্বর্ধনার ব্যাবস্থা করলাম | সঙ্গে এও বলেন এর মুল্য হয়তো কম কিন্তু গভীরতা অনেক বেশি | মা মাটি মানুষের সরকার তথা নেত্রী মমতা ব্যানার্জী যেভাবে রাজ্যবাসীর জন্য বিভিন্ন জনহিতকর প্রকল্পের মাধ্যমে তাঁদেরকে একটা নতুন বাংলা উপহার দিতে চাইছে সেই ক্ষেত্রে তাঁর সৈনিক হিসাবে তাঁর আদর্শে আদর্শিত হয়ে আমরাও চাই নতুন নতুন কনসেপ্ট আনতে যা মানুষের জীবনে নতুন দিগন্তের সূচনা করবে কেননা মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বাংলাকে বিশ্ব বাংলায় রূপান্তরিত করতে হলে আমাদেরকে সবাইকে সাদর সম্ভাষণে গ্রহণ করতে হবে মানবতায় পরিপূর্ণ বিভিন্ন জনকল্যাণমূলক আদর্শ কে | উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার অম্লান ঘোষ , পাড়ুই থানার আধিকারিক ও অন্নান্য পুলিশ অফিসাররাও |
পাশাপাশি পশ্চিমবঙ্গে বহু চর্চিত ও আলোচিত অশান্ত পাড়ুইয়ে বর্তমানে এক শান্তির বাতাবরণ তৈরী হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ | এদিন মন্ত্রীর একান্ত প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় আবারও পাড়ুই থানার অন্তৰ্গত আটটি অঞ্চল অর্থাৎ বোলপুর বিধানসভার তিনটি অঞ্চল , নানুর বিধানসভার একটি অঞ্চল , লাভপুর বিধানসভার দুটি অঞ্চল ও সাঁইথিয়া বিধানসভার দুটি অঞ্চলে মোট ২৪০০ জন আগামী মাধ্যমিক ও উচচ মাধ্যমিক পরিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়ে বীরভূম জেলা তথা রাজ্যে এক বিশেষ নজির গড়লেন তিনি | এদিন তাদের সম্বর্ধনা দিয়ে আত্মবিশ্বাস বাড়াবার পাশাপাশি পরীক্ষায় ভাল ফল করার জন্য তাদের উজ্জীবিত করতে তাদের হাতে একটা করে লেটার প্যাড , একটা ডট্ পেন ও একটা স্কেল বিতরণের ব্যাবস্থা করা হয় মন্ত্রীর তরফ থেকে | সাধারণত মন্ত্রীর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ জন এবং মা মাটি মানুষের এক জন সৈনিক হিসাবে তাঁর এই কর্মকান্ডে তাঁরা খুবই আপ্লুত |
মন্ত্রী আমাদের ওয়েব মাধ্যমকে জানান ' সাধারণত সর্বত্রই পরীক্ষার পরে ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় | আমি একটু উলটো ভেবে পরীক্ষার আগে তাদের আত্মবিশ্বাস কে আরও বাড়াবার জন্য যাতে তারা পরীক্ষায় আরও ভাল ফল করতে পারে সেই জন্য অগ্রিম তাদের সম্বর্ধনার ব্যাবস্থা করলাম | সঙ্গে এও বলেন এর মুল্য হয়তো কম কিন্তু গভীরতা অনেক বেশি | মা মাটি মানুষের সরকার তথা নেত্রী মমতা ব্যানার্জী যেভাবে রাজ্যবাসীর জন্য বিভিন্ন জনহিতকর প্রকল্পের মাধ্যমে তাঁদেরকে একটা নতুন বাংলা উপহার দিতে চাইছে সেই ক্ষেত্রে তাঁর সৈনিক হিসাবে তাঁর আদর্শে আদর্শিত হয়ে আমরাও চাই নতুন নতুন কনসেপ্ট আনতে যা মানুষের জীবনে নতুন দিগন্তের সূচনা করবে কেননা মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বাংলাকে বিশ্ব বাংলায় রূপান্তরিত করতে হলে আমাদেরকে সবাইকে সাদর সম্ভাষণে গ্রহণ করতে হবে মানবতায় পরিপূর্ণ বিভিন্ন জনকল্যাণমূলক আদর্শ কে | উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার অম্লান ঘোষ , পাড়ুই থানার আধিকারিক ও অন্নান্য পুলিশ অফিসাররাও |
0 comments:
Post a Comment