প্রয়াত লাল বাহাদুর শাস্ত্রী পি এন বি থেকে ঋণ নেন !!!


Indiapost24 Web Desk :পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ আর্থিক কেলেঙ্কারির পর একটি নতুন তথ্য সামনে উঠে এসেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এক সময় এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছিলেন। 
       1964 সালে লাল বাহাদুর শাস্ত্রী যে গাড়িটি কিনে ছিলেন তার দাম ছিল 12000 টাকা । কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর কাছে তখন 7000 টাকা ছিল। সেজন্য তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন।
      তাঁর মৃত্যুর পর তাঁর স্ত্রী ললিতা শাস্ত্রী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঋণের টাকা পাই পয়সা  সমেত মিটিয়েছিলেন। এই ঘটনা প্রকাশিত হওয়ার পর দেশের রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment