কাঁচা লিচু খেলে হতে পারে মৃত্যুও

NNS : বিহারের মজাফরপুর জেলার কাঁচা লিচু খেয়ে শিশুমৃত্যুর তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর আশঙ্কায় কথা জানিয়েছেন গবেষকরা। ২০১৪ সঙ্গে বিহারের মুজাফরপুর জেলার লিচু খেয়ে মৃত্যু বেশ কয়েকটি শিশুর। সেই লিচুগুলি মোটেও অস্বাস্থ্যকর বা পচা ছিল না। তাহলে কী ভাবে মৃত্যু? জানতে তদন্তে নামেন একদল গবেষক। 

তাতেই যে তথা উঠে এসেছে তা জানলে লিচু দেখলে এরপর থেকে বুক কাঁপতেই পারে। গবেষকরা বলছেন যে,লিচুতে এমন বিষ রয়েছে বা মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। মিখাইলিনসাইক্লোপ্রোপাই প্লাইসিন বা এমপিএস ডি নামে এই রাসায়নিক শরীরে ঢুকলে মারাত্মক বমি হতে পারে। এমনকি শিশু অপুষ্টির শিকার তাকে হাসপাতালে ভতি করতে হতে পারে। পাকা লিচুতে এই রাসায়নিক মাত্রা সহনসীমার মধ্যে থাকলেও কাঁচা লিচুতে ভয়ানক মাত্রার বার থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। 

গবেষণা বলছে, মাত্রারিক্ত লিচু খেলে জ্বর হতে পারে। শিশুরা খালি পেটে কাঁচা লিচু খেলে হতে পারে মৃত্যুও। স্বাভাবিক ভাবেই লিচু খেয়ে মৃত্যুর ঘটনা নিয়ে এই তদন্তে রিপোর্টে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment