রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও নির্দেশে ভূমিহীন মানুষজনের পাশে দাঁড়িয়ে কুচবিহারে পাট্টা-খতিয়ান বিলি

সুজিত ঘোষ:রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও নির্দেশে  সারা রাজ্য ব্যাপী পাট্টা বিতরণ যেমন চলছে তেমনই কুচবিহার জেলার ভিন্ন ভিন্ন প্রান্তেও চলেছে ভূমিহীন মানুষজনের পাশে দাঁড়িয়ে তাঁদের একান্ত সহায়তা তাই জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্ৰী রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে আজ সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার অধিকারীকরণের ও তুফানগঞ্জ ১ নং  পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে  ১০১টি পাট্টা-খতিয়ান বিলি ও সঙ্গে এক এক জনকে একটি করে নিম গাছের চারা দেওয়া হয় |


রবীন্দ্রনাথ ঘোষ আমাদের ওয়েব মাধ্যমকে জানান ইতিমধ্যে ১ লক্ষ্য ৫২ হাজার পাট্টা ও খতিয়ান আমরা বিতরণ করেছি আর  বাকি যে সম্ভাব্য মানুষজন কে পাট্টা দেওয়া হবে ব্লকে তাঁদের লিষ্ট চলে এসেছে তাঁদেরকে ২৮ শে মার্চের মধ্যে আমরা পাট্টা ও খতিয়ান দিয়ে শেষ করব | এছারাও একটু পরে বিকেলে কুচবিহার ১ নম্বর ব্লকে আমরা পাট্টা বিতরণ করবযাই ভাবে ভূমিহীন মানুষজন একটি নির্দিষ্ট এক ভূমির ঠিকানা পেয়ে তারা যথেষ্ট উৎফুল্ল ও আনন্দিত ফলে পর্যবেক্ষক মহলের মতে তার সু-প্রভাব আসন্ন পঞ্চায়েত ভোটেই পাবে মমতা সরকার!  
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment