নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা হারানোর পথে বিজেপি !!!



Indiapost24Web Desk :  কিছুদিন আগে রাজস্থানে কংগ্রেসের হাতে দুটি লোকসভা আসন খোয়ানোর পর বিজেপি ধাক্কা খেয়েছে উত্তরপ্রদেশে | যোগি আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুর এই দুটি বিজেপির দখলে থাকা আসন বিএসপির সমর্থনে সমাজবাদী পার্টি বিজয়ী হয়েছে | কংগ্ৰেসের পক্ষ থেকে দাবী করা হয়েছে গতকাল উত্তরপ্রদেশে দুটি আসন হারার পর লোকসভা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা হারিয়েছে বিজেপি | যদিও বিজেপির তরফে কংগ্রেসের দাবীকে আমল দেওয়া হয়নি |

 ২০১৪ সালের নির্বাচনে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২৮২ টি আসনে জিতেছিল | কিন্তু গতকাল উত্তরপ্রদেশের দুটি আসন হারানোর পর বিজেপির এখন আসন সংখ্যা ২৭২ | অন্যদিকে কংগ্রেসের দাবি যে এই মুহুর্তে লোকসভায় বিজেপির আসন সংখ্যা ২৭১ | এরমধ্যেই রয়েছেন দলের বিক্ষুদ্ধ দুই সংসদ প্রাক্তণ ক্রিকেটার কীর্তি আজাদ , ও একদা বলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা শত্রুঘ্ন সিনহা | ওয়েবসাইডে লোকসভা সচিবালয়ে দেওয়া তথ্য অনুযায়ী বিজেপির সদস্য সংখ্যা ২৭৪ | যেখানে গরিষ্টতার জন্য প্রোয়োজন ২৭২ টি আসন |

 কংগ্রেস মুখপাত্র রনদীপ সূর্যওয়ালার দেওয়া তথ্য মতো ২০১৭ - ১৮ সালে সব মিলিয়ে ১০ টি আসনে উপনির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে | আসন গুলি হলো অমৃতসর , শ্রীনগর , মালাপুরম,  গুরুদাসপুর , আজমীর , আলোয়ার , উলুবেড়িয়া , গোরক্ষপুর , ফুলপুর , আড়ারিয়া | রণদীপ সূর্যওয়ালার দাবি যে , উপনির্বাচনের ফলে প্রমাণিত বিজেপির প্রতি মানুষ সন্তুষ্ট নয় | এদিকে উত্তরপ্রদেশে লোকসভার দুই আসনে সমাজবাদী পার্টির প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী | 

প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ২০১৪ সালের পর থেকে সারা দেশে ২০ টি লোকসভা আসনে উপনির্বাচনে বিজেপি মাত্র তিনটি আসনে বিজয়ী হয়েছে | কংগ্ৰেসের দাবি যে দেশব্যাপী উপনির্বাচনের ফলই প্রতিফলিত হয়ে আগামী লোকসভা নির্বাচনে দেশের মানুষ বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেবেন বলেই মনে করছেন কংগ্রেস নেতারা | অন্যদিকে সিপিএম সহ বিভিন্ন বামপন্থী দল বিহার উত্তরপ্রদেশের উপনির্বাচনের ফলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment