Indiapost24 Web Desk : বিশ্বজুড়ে সোস্যাল মিডিয়া নিয়ে বিতর্কের ঝড়ের মুখে এইবার টুইটার ছাড়তে চলেছেন সংস্থার শীর্ষ কর্তা মিশেল কোটস | টুইট করে নিজেই তিঁনি একথা জানিয়েছেন | তিঁনি টুইটে লিখেছেন যে ২০১৫ সাল থেকে আমি এই সংস্থার সঙ্গে যুক্ত | টুইটারে খুব ভাল সময় কাটিয়েছি | কিন্তু এখানে আমার দিন ফুরিয়েছে , কয়েক সপ্তাহ আগে আমি আমার ঘণিষ্ঠ মহলে তা জানিয়ে ছিলাম | তখনই টুইটারে সিকিউরিটি টিম ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করি |
সংস্থা ছাড়ার সিদ্ধান্ত টুইটারের শীর্ষ কর্তার !!!
Indiapost24 Web Desk : বিশ্বজুড়ে সোস্যাল মিডিয়া নিয়ে বিতর্কের ঝড়ের মুখে এইবার টুইটার ছাড়তে চলেছেন সংস্থার শীর্ষ কর্তা মিশেল কোটস | টুইট করে নিজেই তিঁনি একথা জানিয়েছেন | তিঁনি টুইটে লিখেছেন যে ২০১৫ সাল থেকে আমি এই সংস্থার সঙ্গে যুক্ত | টুইটারে খুব ভাল সময় কাটিয়েছি | কিন্তু এখানে আমার দিন ফুরিয়েছে , কয়েক সপ্তাহ আগে আমি আমার ঘণিষ্ঠ মহলে তা জানিয়ে ছিলাম | তখনই টুইটারে সিকিউরিটি টিম ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করি |
0 comments:
Post a Comment