এবার আন্দামান নিকোবরে রুই,কাতলার চাষ করতে সাগরে পাড়ি মৎস মন্ত্রীর !!!



Indiapost24 Web Desk : রুই , কাতলা , মৃগেলের চাষ হবে এবার সুদূর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও | সেজন্য মাছের চারা , খাবার , ওষুধের মত সাজসরঞ্জাম নিয়ে সাগর পাড়ি দেওয়ার তোরজোর শুরু করল রাজ্য সরকার এর মৎস দপ্তর | কর্ড , সার্ডিন , ম্যাকারেলের পাশাপাশী টাটকা রুই , কাতলা , মৃগেল এবার চাষ হবে আন্দামান নিকোবর দীপপুঞ্জেও |
 প্রয়োজনীয় উপকরণ , সরঞ্জাম সেখানে সরবরাহ করবে মৎস উন্নয়ন নিগম | পাশাপাশি বাংলার পাতেও মিলবে  পমফ্রেট , সার্ডিন , ম্যাকারেল সহ একাধিক সামুদ্রিক মাছ | সব মিলিয়ে ৫০ মেট্ৰিক টন মাছের খাবার পাঠানো হবে বলে আমাদের জানালেন মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিনহা | চলতি মাসে প্রথম ধাপে ১০ মেট্ৰিক টন মাছের খাবার সমুদ্র পথে আন্দামান নিকোবারে পাঠাতে চলেছে তাঁর দপ্তর  | এথেকে আমদানি হবে আনুমানিক সাড়ে চার লক্ষের মত চারা  | 

এরপর বিমানে মাছের চারা সহ চাষের অন্যন্য সামগ্রী পাঠানো হবে | আন্দামান নিকবারে এখন পর্যন্ত্য একটিও হ্যাচারি নেই | চেন্নাই ও পশ্চিমবঙ্গ থেকে মাছ আমদানী করে চাহিদা মেটায় আন্দামান নিকোবর | তাই সেখানেই হ্যাচারি তৈরি করে মাছ চাষের উপযোগী গড়ে তোলার কথা ভাবছে রাজ্য মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিনহা  |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment