নারী দিবসে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের !!!


Indiapost24 Web Desk : আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল কংগ্রেসের ডাকে আজ কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে এক বিশাল সমাবেশে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকারকে  নিশানা  করে তীব্র রাজনৈতিক আক্রমণ চালান।

আজকের সমাবেশে গতকাল কলকাতায় জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার চেষ্টা কঠোর নিন্দা পাশাপাশি ত্রিপুরায় লেলিন মূর্তি ভাঙা ও বিরোধীদের ওপর হামলার ঘটনার নিন্দা করেছেন। জিজ্ঞাসা করেন যে, পাঁচ জন মাওবাদী ছেলে শ্যামাপ্রসাদের মূর্তিতে কালি  লাগিয়েছে। তার জন্যেই রাজ্য সরকারকে দোষারোপ করা হচ্ছে কেন?

ত্রিপুরার নির্বাচন নিয়ে বিজেপি জলের মত টাকা খরচা করার পাশে,সেনা  ও বিএসএফ কে কাজে লাগিয়ে বহিরাগতদের এনে ত্রিপুরা  দখল করেছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি ত্রিপুরার নির্বাচন নিয়ে সব তথ্য তার কাছে আছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment