আবার জাল নোট উদ্ধার মালদহে !!!

Indiapost24 Web Desk : উত্তরবঙ্গের বাংলাদেশ লাগোয়া স্পর্শকাতর সীমান্ত জেলা মালদহে আবার জাল ভারতীয় নোট উদ্ধার করা হয়েছে। প্রায় 4 লাখ টাকার 2000 টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় বৈষ্ণবনগরের  যুবক জলিল শেখ কে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদহ শহরের রথবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে চার লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। পুরো নোটটি 2000 টাকার। ধৃতকে আজ আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার পর কোথা থেকে এই জালনোট ঢুকল তার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা কর্তারা।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment