জাল নোট কাণ্ডে এবার ঝাড়খণ্ড যোগ !!!


স্নেহাশিষ মুখার্জি :
বাংলাদেশ ও নেপাল থেকে ঢোকা ভারতীয় জাল নোট চক্রে এবার ঝারখন্ডের যোগাযোগ প্রকাশ্যে এসেছে | কলকাতার নিউমার্কেটের চত্তর এলাকা থেকে বেশ কিছুদিন আগে কলকাতা পুলিশের এসটিএফ গোপণ সূত্রে খবর পেয়ে তিনজন ভারতীয় জাল নোট কারবারি কে গ্রেপ্তার করে ৫০০ ও ১০০০  টাকার আট লক্ষ ভারতীয় জাল নোট উদ্ধার করেছে | তাদের গোয়েন্দা ও এসটিএফ কর্তারা জিজ্ঞসাবাদ চালায় | গ্রেপ্তার হওয়া ব্যাক্তিদের মধ্যে একজন মালদহ জেলার কালিয়া চকের বাসিন্দা | অন্য ২ জন  পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্য ঝারখন্ডের বাসিন্দা | 

এসটিএফ কর্তাদের আশঙ্কা যে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের সীমান্ত জেলা মালদহকে  রুট করে যে ভারতীয় জাল নোট পশ্চিমবঙ্গে সক্রিয় , তারা এইবার এখান থেকেই ঝাড়খণ্ডে জাল নোট ছড়ানোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে | বাংলাদেশ ও নেপাল থেকে ঢোকানো ভারতীয় জাল নোটের পাচারের পিছনে যে আন্তর্জাতিক চক্রীরা , এমনকি পাক গুপ্তচর চক্র আইএসআই জড়িত  সে ব্যাপারে নিঃসন্দেহ কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা এনআইএ | 

আন্তর্জাতিক জাল নোট কারবারিরা পাকিস্তানি গুপ্তচর আইএসআইয়ের সাহায্যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে করিডোর করে জাল নোট ছড়ানোর ব্যাবসায়ে সক্রিয় হয়ে উঠেছে | পর্যবেক্ষক মহলের মতে জাল নোট মজুতের বড় জায়গা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের মালদহ জেলা , বিশেষ করে কালিয়াচক , বৈষ্ণব নগরের  মত এলাকাগুলি | পশ্চিমবঙ্গের জাল নোট কারবারিদের কলকাতার প্রধান কর্মস্থল হয়ে উঠেছে মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকা |

 শুধু ভারতীয় জাল নোট ই ছড়ানো নয় , বাংলাদেশী মুদ্রা , ডলার , পাউন্ড সহ বিভিন্ন বিদেশী মুদ্রার বেআইনি কার্যকলাপের বড় ঘাঁটি হয়ে উঠেছে কলকাতার নিউ মার্কেট এলাকা ও তার সন্নিহিত অঞ্চল | এখন বাংলাদেশ , নেপালের পাশে ঝাড়খণ্ড যোগ উঠে আসছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment