NNS : জমিজট এর ফলে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে উত্তর 24 পরগনার বরানগর- ব্যারাকপুর রুটে মেট্রো প্রকল্পের কাজ। দিনের পর দিন জমি জটে কাজ আটকে থাকায় ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান এবার কড়া চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মলয় দেকে। তাকে লেখা চিঠিতে রেল বোর্ডের চেয়ারম্যান বরানগর- ব্যারাকপুর রুটে অবিলম্বে মেট্রোরেলের কাজ শুরু করার জন্যেই জমিজট এর সমাধান করার আর্জি জানিয়েছেন।
পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে কড়া চিঠি রেলের !!!
NNS : জমিজট এর ফলে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে উত্তর 24 পরগনার বরানগর- ব্যারাকপুর রুটে মেট্রো প্রকল্পের কাজ। দিনের পর দিন জমি জটে কাজ আটকে থাকায় ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান এবার কড়া চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মলয় দেকে। তাকে লেখা চিঠিতে রেল বোর্ডের চেয়ারম্যান বরানগর- ব্যারাকপুর রুটে অবিলম্বে মেট্রোরেলের কাজ শুরু করার জন্যেই জমিজট এর সমাধান করার আর্জি জানিয়েছেন।
0 comments:
Post a Comment