স্নেহাশিষ মুখার্জি :
অতীতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমমেদনীপুর , ঝাড়গ্রাম , বাঁকুড়া , ও পুরুলিয়া জেলাকে জঙ্গলমহল হিসাবে চিনেছিল সারাদেশের মিডিয়া ও সাধারণ মানুষ | সিপিএমের নেতৃত্বে বামফ্রণ্ট আমলে এই জঙ্গলমহলেই গোপন ঘাঁটি তৈরি করে মাওবাদীরা সন্ত্রাস ও হিংসার রাজনিতীতে সমগ্র জঙ্গলমহলকে লিপ্ত করেছিল | শেষ পর্যন্ত্য জঙ্গলমহল থেকে মাওবাদী সন্ত্রাস ও হিংসা রুখতে বহু আধা সেনাকে পাঠানো হয়েছিল |
সিপিএমের ৩০০ এর বেশী দলীয় সমর্থক মাওবাদিদের হাতে নিহত হয়েছিলেন | মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর মাওবাদীদের রমরমার দিন শেষ হয়ে যায় | এখন মাওবাদিরা জঙ্গলমহলে অতীতের ইতিহাসে পরিণত হয়েছে | মাওবাদীরা অস্তিত্বহীন হয়ে পড়ার পর জঙ্গলমহলে ঝাড়খণ্ড থেকে দামাল হাতির দল জঙ্গলমহলের সাধারণ মানুষের আতঙ্কের কারণ হয়ে ওঠে | দলমা থেকে বহুবার আসা হাতিরা , জঙ্গলমহলের ফসল , ঘরবাড়ী ধ্বংসের পাশে বহু মানুষকে পায়ের তলায় পিশে মেরে ফেলেছে |
ইদানিং জঙ্গলমলে লালগড় সারেঙ্গা সহ বেশ কিছু এলাকার পাশে বাঘের অস্তিত্ব খোঁজ মেলার পর বনদপ্তরের পাশে মানুষের উদ্বেগ বেড়েছে | বহুস্থানে রাত পাহাড়ায় নিযুক্ত হয়েছেন গ্রামের সাধারণ মানুষ | মাওবাদীরা হাতি ও বাঘের আক্রমণের পর জঙ্গলমহলের উড়িষ্যা - পশ্চিমবঙ্গ সীমান্তে এবার দেখা দিয়েছে মুরগির মড়কের রোগ বার্ড ফ্লু |
উড়িষ্যা থেকে বার্ড ফ্লুর সংক্রমণ যাতে জঙ্গলমহলে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য ঝাড়গ্রাম জেলার গোপীবল্লবপুর - ১ , ও গোপীবল্লবপুর - ২ ব্লকে প্রসাশনের কর্তারা উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বার্ড ফ্লুর আতঙ্কে মুরগি , মুরগির ডিম আমদানি বন্ধ রাখা হয়েছে | যেকোন মূল্যে জঙ্গলমহলকে বার্ড ফ্লুর আতঙ্ক সরিয়ে স্বাভাবিক রাখাই হল এখন পশ্চিমবঙ্গের প্রশাসনের মূল লক্ষ |
0 comments:
Post a Comment