বেলডাঙ্গাতে আবারো দুর্ঘটনায় এক বালকের মৃত্যু কে কেন্দ্র করে জনবিক্ষোপ !!!

আমিনুল ইসলাম : আবারও এক দুর্ঘটনায়  মৃত্যু হলো এক বাচ্চার। ঘটনা টি ঘটেছে বেলডাঙ্গার মহ্যমপুরে। স্থানীয় সূত্রের খবর আজ দুপুর দেড়টার দিকে একটি ট্রাক্টরে বালি নিয়ে বেলডাঙ্গা বড়ুয়া থেকে মহ্যমপুরের দিকে যাচ্ছিলো মহ্যমপুর বাগান পাড়ার রাস্তার বেহাল দশার কারনে হঠাৎ ই ট্রাক্টরের ছাকনিতে বাচ্চাটি ট্রাক্টরের নিচে চলে যায়। বাচ্চাটির উপর দিয়ে ট্রাক্টর টি চলে গেলে ট্রাক্টরে পৃষ্ঠ হয়ে বাচ্চাটি মারা যায়। বাচ্চাটির নাম পিয়ারুল সেখ বয়স  বারো বছর। পিতা দিনমজুর ময়জদ্দিন সেখ ছেলের এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। 


রাস্তার বেহাল দশার কারনে আজকের এই দূর্ঘটনা টি ঘটেছে বলে এলাকা বাসী রাস্তা ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। এলাকা বাসীর দাবি গত কয়েক বছর ধরে রাস্তার এই বেহাল অবস্থা দেখেও রাজনৈতিক নেতার ভোটের সময় বোমা গুলি কিনতে টাকা দিতে পারে কিন্তু এই রাস্তা ও গ্রামের উন্নয়নের জন্য টাকা খরচ করতে পারে না। তাই আজ যতক্ষণ পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তা রা  এসে এর সঠিক ও স্থায়ী ব্যবস্থা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা বিক্ষোভ দেখাতে থাকব। পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে মোতায়েন করা হয়েছে বেলডাঙ্গা থানার পুলিশ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment