বাস ডিপোর পরিকাঠামো উন্নয়ন করবে রাজ্য সরকার !!!


Indiapost24 Web Desk : কলকাতা ও জেলার বিভিন্ন বাস ডিপোর পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নিল রাজ্য সরকার। একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। সুবিধা ও পরিষেবা দিতেই এই উদ্যোগ।
যেসব নতুন পরিকাঠামো তৈরি করা হবে, সেগুলি হল: যাত্রীদের  জন্য রাত্রিবাসের জায়গা, ইলেকট্রনিক ডিসপ্লে ,ওয়াই -ফাই পরিষেবা, এন্টারটেনমেন্ট জোন  , টয়লেট ব্লক  এবং ওয়াচ টাওয়ার  প্রাথমিকভাবে এই সংস্কারগুলি করা হবে জোকা, করুণাময়ী, গড়িয়া যাদবপুর ,এয়ারপোর্ট  হাওড়া ও বারাইপুর ডিপোতে । পরিবহন মন্ত্রী বলেন, ইতিমধ্যেই ২০টি  ডিপো সংস্কার করা হয়েছে এবং আরো ৭০ টি   খুব শীঘ্রই করা হবে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment