NNS : শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের বিভিন্ন অংশ | বিহারের নাওয়াদায় সকাল থেকেই ধৰ্মীয় মূর্তিকে ভেঙে ফেলা নিয়ে শুরু হয় উত্তেজনা | পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে জমায়েত হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে কয়েক রাউণ্ড গুলি চালায় পুলিশ |
যদিও জেলাশাসক জানিয়েছেন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে | গত দুই সপ্তাহ ধরে বিহারের বিভিন্ন অংশে ধর্মের নামে ক্রমাগত সংঘর্ষ চলছে | হিংসার ঘটনায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে | বিজেপি , জেডিইউ এর এনডিএ জোটের বিহার সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পাচ্ছে | জানা গিয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন বেশ কিছু বিজেপি কর্মীও |
0 comments:
Post a Comment