জুন মাস থেকে কলকাতার রাস্তায় চলবে ইলেকট্রিক বাস !!!



Mostak Ahamed : আগামী জুন মাস থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় চলবে ইলেকট্রিক বাস। রাজ্যের পরিবহনমন্ত্রী এই ঘোষণা করেছেন। চল্লিশটি ইলেকট্রিক বাস কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ। এই বাসগুলি রাস্তায় নামতে আরও তিন মাস লাগবে। মোট আশি টি  ইলেকট্রিক বাস  চালানোর পরিকল্পনা রয়েছে দপ্তরের।
এই চল্লিশটি বাসের মধ্যে কুড়িটি বাসের দৈর্ঘ্য 9 মিটার এবং আসন সংখ্যা আনুমানিক 30। বাকিগুলি হবে 12 মিটার লম্বা, আসন সংখ্যা হবে 40। দুই ধরনের বাসেই মানুষের দাঁড়ানোর  জন্য যথেষ্ট জায়গা থাকবে। শহরের বাস ডিপো গুলিতে 30 টি ব্যাটারী চার্জার  বসানো হবে। আরো দশটি ফাস্ট ব্যাটারী চার্জার  বসানো হবে কয়েকটি বাস টার্মিনালে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment