অভিভাবকদের বরফ কর্পূর জল খাওয়াবে তৃণমুল !!!


Indiapost24 Web Desk : মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের টেনশন , ভয় , ও রক্তের উচ্চচাপ স্বাভাবিক | উদ্বেগ নিয়ে বসে থাকা অভিভাবকদের এই দুর্ভাবনা কমাতে তাঁদের হাতে বরফ কর্পূর মেশান জল তুলে দেবে তৃনমূল , সঙ্গে হালকা কিছু খাবার | বরফ করবে জল ঠাণ্ডা , কর্পূর করবে জল শোধন |
আজ থেকে ২১ তারিখ পর্যন্ত্য পরিক্ষার সব কটা দিন পরিক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা অভিভাবকদের জন্য থাকছে এই ব্যাবস্থা | শুধু কলকাতা নয় উত্তর চব্বিশ পরগনা , হাওড়া , হুগলি সহ প্রতিটা জেলায় প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের এই নিঃজস্ব সেবামূলক কর্মসূচি নিয়ে তৈরি তৃণমূল | তৃণমূলের পক্ষ থেকে ছাত্র ছাত্রিদের পাশে দাঁড়ানোর নজির এরাজ্যে নতুন নয় | পড়ুয়াদের জন্য বিনামুল্যে অটোর ব্যাবস্থা তো থাকছেই | থাকছে টোটো ও | 

যেখানে যেখানে কর্পূর জলের ব্যাবস্থা থাকছে না সেখানে থাকছে ঠাণ্ডা জল ও সরবতের ব্যাবস্থা | পরীক্ষা কেন্দ্রের বাইরে একটা প্যান্ডেল খাটানো থাকবে | থাকবে বসে বিশ্রাম করার পর্যাপ্ত ব্যাবস্থা | রাখা থাকবে পুরসভার জলের গাড়ী | সমস্ত কাজ সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য প্রতি বিধায়ক তাঁর বিধানসভা কেন্দ্রেই থাকবেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment