তৃতীয় ফ্রণ্ট নিয়ে মমতাকে খোঁচা দিলেন মুকুল রায় !!!


স্নেহাশীষ মুখার্জি : 
উত্তরপূর্বের দলীয় কাজে এসে একদা তৃনমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা ভাজন নেতা মুকুল রায় এদিন বিজেপির কর্মসূচীতে অংশ নিতে এসে শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক ভাবে আক্রমণ ও কটাক্ষ করতে ছাড়লেন না | এনসিপি প্রধান শারদ পাওয়ারের ডাকা বৈঠকে যোগ দিতে দিল্লি গেছেন তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এপ্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় বলেন , ' তৃতীয় ফ্রণ্ট একটা মরীচিকা '| 

সাংগঠনিক বৈঠকে আজ সকালে শিলিগুড়িতে যান মুকুল রায় | সেখানে নেমে তিঁনি রাম নবমীর মিছিল নিয়ে তৃনমূলকে আক্রমণ করেন | বলেন , রাম নবমী উৎসব ও অস্ত্র নিয়ে মিছিল আজ প্রথম হচ্ছে না | এটা ভারতের পরম্পরা | এটা নিয়ে অহেতুক পারদ চড়াচ্ছে রাজ্য সরকার | তৃণমূল ও অস্ত্র নিয়ে মিছিল করছে | এটা যুগ যুগ ধরে চলে আসছে | আগামী দিনে শিলিগুড়িতে আসবে অমিত শাহ | তার আগে সাংগঠনিক বৈঠক করতে শিলিগুড়ি পৌঁছান মুকুল রায় |

 সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিঁনি বলেন , রানীগঞ্জের ঘটনা দুঃখজনক | শিলিগুড়িতে বিজেপিতে যোগ দেওয়া শিখা চ্যাটার্জিকে দলে ফেরাতে তৃনমূল রঞ্জন শীল শর্মাকে দায়িত্ব দিয়েছে বলে সূত্রের খবর | এই প্রসঙ্গে মুকুল রায় বলেন শিখা চ্যাটার্জী একজন পরিণত রাজনৈতিক কর্মী | দেখুন রঞ্জন শীল শৰ্মাই না তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন | মুকুল রায় শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার বিজেপি কর্মি ও সমর্থকদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে আলোচনা করেছেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment