ইসকনের সাথে যৌথ উদ্যোগে গঙ্গাসাগরে বৈদিক কেন্দ্র গড়বে রাজ্য !!!


Indiapost24 Web Desk  :  রাজ্যে আধ্যাত্মিক পর্যটনকে নতুন মাত্রা দিতে এক অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্য সরকার এবার ইসকনের সঙ্গে যৌথ উদ্যোগে সাগরদ্বীপের গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে তৈরি করতে চলেছে শিক্ষা ও সংস্কৃতির এক বৈদিক চর্চা কেন্দ্র। পাশাপাশি, পর্যটকদের আকর্ষিত করতে একটি বিশ্বমানের ফাউন্টেন  পার্ক, কমিউনিটি হল গড়া হবে। থাকবে 'লাইট  অ্যান্ড সাউন্ড' শো।
মকর সংক্রান্তিতে লক্ষ্য-লক্ষ্য পুণ্যার্থীর সমাগম হয় গঙ্গাসাগরে। মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত মানের হওয়ায় এখন সারা বছরই দেশি ও বিদেশি পর্যটক ভিড় জমান এখানে। এই বৈদিক কেন্দ্রটি তৈরি হলে আরো মানুষ এখানে আসবেন। 2011 সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরের সংস্কারে জোর  দিয়েছেন। হয়েছে নতুন রাস্তা, সেজে উঠেছে সাগর দ্বীপ। প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যে আধ্যাত্মিক পর্যটন গতি পেয়েছে। রাজযোগ পর্যটন দফতর ও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে নানা ধর্মীয় স্থানে নানা ট্যুরের ব্যবস্থা করা হচ্ছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment