NNS : ফের টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে প্রকাশিত ১০০ প্রভাবশালী ব্যাক্তির তালিকায় উঠে এল প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদি , মার্কিন প্রেসিডেণ্ট ডোনাল্ড ট্রাম্প , রাশিয়ান প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিনের নাম |
রয়েছে এমনই আরও বহু নাম যাঁরা এর আগেও এই তালিকায় ছিলেন | গতবছরের মতোই এই তালিকায় রয়েছে বহু হেভি প্রভাবশালী নেতা | রয়েছেন চিনা প্রেসিডেণ্ট জিং পিং | তবে এই সমগ্র তালিকাটি ঘোষণা করা হবে আগামী মাসে | তার আগে ভোটারদের জন্য থাকছে ভোট দেবার সুযোগ |
মোদি - জিং পিং - ট্রাম্প - পুতিনের মতই এই দৌড়ে রয়েছেন উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন , পাক - মার্কিন অভিনেতা কুমেইল নানজিয়ানি , ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প , ট্রাম্পের জামাই যারেড কুজনার , ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ , আমাজন চিফ জেফ বেজোস , প্রিন্স উইলিয়ম , এবং তাঁর স্ত্রী ডাচেস অফ কেমব্রিজ ক্যাথরিন , প্রিন্স হেনরি , এবং তাঁর ফিয়ন্সে মেগান মর্কেল এবং প্ৰাক্তন মার্কিন প্রেসিডেণ্ট বারাক ওবামা প্রমুখ |
0 comments:
Post a Comment