রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ কলকাতা হাই কোর্টের !!!


স্নেহাশিষ মুখার্জি :
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তার দাবী নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন | প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দায়ের করা সেই মামলার শুনানিতে আজ রাজ্য নির্বাচন কমিশন এর থেকে হলফনামা চেয়ে পাঠালো কলকাতা হাই কোর্ট | 

১৬ ঐ এপ্রিলের মধ্যে কমিশনকে হলফনামা জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ | এছাড়া  রাজ্যের যেসব জায়গায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়া হচ্ছে সেই সব জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং কোন অভিযোগ এলে দ্রুত সে বিষয়ে ব্যাবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে বেঞ্চ |

 আগামী ২০ শে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে | পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্ৰেসের অভিযোগ যে , রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেস প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র তুলতে ও জমা দিতে পারছে না | তাঁদের ভয় দেখান হচ্ছে , মারধরও করা হচ্ছে | এই অভিযোগ করে পৰ্যাপ্ত নিরাপত্তার আবেদন জানিয়ে গতকালই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন | কলকাতা হাই কোর্টে আইনজীবিদের কর্মবিরতি চলছে | তাই আজ অধীর চৌধুরী নিজেই এই মামলার সওয়াল করেন | 

অন্যদিকে নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করেন সচিব নিলাঞ্জন সান্ডিল্য | শুনানিতে নির্বাচন কমিশনের তরফে মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয় | বলা হয় ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়ে গেছে | এই সময় মামলা করা যায় না | যদিও তাঁদের সেই দাবী খারিজ করে দেন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ | বেঞ্চ বলেন যে ' এই মামলা পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য করা হয়নি | তাই এই মামলা আদালত শুনতেই পারে ' | 

আজ কলকাতা হাই কোর্টে কংগ্রেসের তরফে করা আবেদনের শুনানির সময় উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের যুগ্ম কমিশনার শান্তনু মুখোপাধ্যায় , ও রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা ) অনুজ শর্মা | প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী সংবাদ প্রতিনিধীদের বলেন যে ' আমি ব্যাক্তিগতভাবে খুশি | এরজন্য হাই কোর্টের কয়েকজন আইনজীবিদের কাছে আমরা কৃতজ্ঞ | বিচারপতিরা নির্দেশ দিয়েছেন , কেউ যদি ভোটে দাঁড়াতে চান , তবে পুলিশ তাঁকে সহযোগিতা করবে | এই নির্দেশ পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি | আমরা জানি নির্বাচনের অনেকটা পেরিয়ে গেছে | তৃণমূল যে জিতবে সেটাও জানি | কারন পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত | বোমা , গুলি , ও রক্ত দেখে গ্রামবাংলার মহিলারা বিরোধী দলের হয়ে মনোনয়ন দাখিল করতে আর চাইছেন না | তাঁরা ভয় পাচ্ছেন ' | 

এদিকে কলকাতা হাই কোর্ট যখন প্রদেশ কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলা করেছে , ঠিক সেই সময় এদিন সিপিএম সহ ১৭ টি বামপন্থী দলের তরফে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ধর্ণা , বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয় | হিংসা , সন্ত্রাসমুক্ত নির্বাচনে আধা সেনা মোতায়েনের দাবী তোলা হয়েছে | সিপিএম নেতা বিমান বসুর মতে পঞ্চায়েত ভোটকে প্রহসনে পরিণত করতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment