Indiapost24 Web Desk : ভারতের প্রাক্তন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন আগেই| এবার প্রাক্তন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া জানালেন যে, তিনি নিজের রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন|
কাল বৃহস্পতিবার দিল্লীতে সেই দল গঠনের কথা ঘোষণা করতে চলেছেন তিনি| সব ঠিক থাকলে সিকিমের আঞ্চলিক দল হিসেবেই আগামী নির্বাচনে লড়বে তার দল| রাজনৈতিক মহলের খবর যে, বাইচুং ভুটিয়া লোকসভা ভোটে সিকিম থেকে লড়তে পারেন|
0 comments:
Post a Comment