Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গ সরকারের দাবী যে , বাঘের সংখ্যা বাড়তে চলেছে সুন্দরবনে | সুন্দরবনে গত তিন মাস ধরে বাঘ সুমারি চলছে | বাঘের সংখ্যা বৃদ্ধি নিয়ে আশাবাদী পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ |
জানা গেছে সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৩ থেকে বেড়ে ১১০ হতে চলেছে | বনদপ্তর সূত্রে এই খবর মিলেছে | এই বাঘ সুমারিতে ভারতের সঙ্গেই অংশ নিয়েছে বাংলাদেশ |
0 comments:
Post a Comment