চীনা জিনিষের আগ্রাসন বিপন্ন উত্তরবঙ্গ !!!


NNS : নেপাল , সিকিম , ভুটান  সীমান্ত দিয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি , কুচবিহার , আলিপুরদুয়ার , জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় বেআইনিভাবে চীনের তৈরি বিভিন্ন জিনিষের আগ্রাসনে বিপন্ন হয়ে উঠেছে উত্তরবঙ্গের অৰ্থনীতি , এস এস বি সহ একাধিক আধা সেনার চোখে ধূলো দিয়ে চীন থেকে আসছে ইলেকট্রনিক বিভিন্ন জিনিষ | টিভি মোবাইল , ঘড়ি , জুতো , কাপড় , জামা , ফলমূল সহ নানা জিনিষের সম্ভার | 

বেআইনিভাবে উত্তরবঙ্গে ঢোকানানা চীনা জিনিষের কোরিডোর হয়ে উঠেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি শহর | এরফলে পশ্চিমবঙ্গে বা ভারতের অন্যত্র তৈরি সামগ্রীর চাহিদা মার খেতে চলেছে | অসম সীমান্তে লাগোয়া কুচবিহার , আলিপুরদুয়ার , জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় চিনা জিনিষের আগ্রাসনের পাশাপাশি কদরও বেড়েছে | নেপাল , ভুটান , সিকিম সীমান্ত দিয়ে বেআইনিভাবে চিনা জিনিষের অনুপ্রবেশ সমগ্র উত্তরবঙ্গে এক ভায়াবহ পরিস্থিতি তৈরি করেছে |

 আর এস এস স্বদেশী জাগরণ মঞ্চ চীনা জিনিষের অনুপ্রবেশের ঘোরতর বিরোধী হলেও উত্তরবঙ্গে আর এস এস স্বদেশী জাগরণ মঞ্চের তেমন কোন প্রতিবাদের বহর দেখা যাচ্ছে না | অতীতে উত্তরবঙ্গে লোহিয়াবাদী সমাজতন্ত্রীরা শক্তিশালী রাজনীতির দল ছিল , কিন্তু এখন লোহিয়াবাদীরা অস্তিত্বহীন , অপ্রাসঙ্গিক শক্তিতে পরিণত হয়েছে |

 অপরদিকে সিপিএম ও অতি বামেরা চীন বিরোধী অবস্থান নেওয়া থেকে নিজেদের দূরে রাখেন , ফলে উত্তরবঙ্গে একদিকে প্রশাসনের গাফিলতি আর রাজনিতীতে যুক্ত দলগুলির সদিচ্ছার অভাবে উত্তরবঙ্গে চীনা জিনিষের বেআইনী প্রবেশ ও অবাধ বিচরণ বহাল রয়েছে বলেই মনে করছেন উত্তরবঙ্গের বিশ্লেষকরা |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment