Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দলের হিংসা , সন্ত্রাসের প্রতিবাদেই বামেরা ৬ ঘণ্টার ধর্মঘট ডেকেছিল | রাজ্যের সর্বত্র শান্তিপূর্ণ ধর্মঘট পালনের জন্য সাধারণ মানুষদের কাছে আবেদন করেছিলেন সিপিএমএর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সূৰ্যকান্ত মিশ্র |
তবে তিঁনি বলেন -" আমরা বাসে গাড়ীতে বোমা ছুঁড়ে মারি না | দোকানপাট ভাংচুর করি না | আগুণ জ্বালাই না | তাই সাধারণ মানুষের কাছে আবেদন শান্তিপূর্ণভাবে আজকের এই প্রতিকী ধর্মঘট পালন করুণ | " সরকার ধর্মঘট আটকাতে চেষ্টা করছে কিনা সেই প্রশ্ন করা হলে তিঁনি বলেন , " চিরকালই ওরা চেষ্টা করে | কিন্তু একসময়ে ন্যানো কারখান তুলতে দূর্গাপুর এক্সপ্রেসওয়ে আটকে বসেছিলেন আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সে সব ওরা আজ ভুলে গেছে "|
পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা শুরুর প্রথমদিন থেকে রাজ্য জুড়ে গণ্ডগোল শুরু হয়েছে | বিরোধিদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে | এর প্রতিবাদেই আজ ৬ ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেয় বামেরা | কিন্তু আজকের ধর্মঘটে জনজীবনে তেমন প্রভাব না দেখা যাওয়ায় বামেদের আজকের ধর্মঘট যে সফল হয় নি একান্তে সিপিএমএর দলীয় নেতারা সেকথা মানছেন |
0 comments:
Post a Comment