বুদ্ধদেবের নীরব ভূমিকায় ক্ষোভের পারদ বঙ্গ সিপিএমএ !!!


Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গের প্ৰাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের প্রথম সারির নেতা বুদ্ধদেব ভট্টাচার্য এখন অসুস্থ অবস্থায় দক্ষিণ কলকাতার পাম  এভিনিউয়ে  তাঁর সরকারী আবাসনের  ফ্ল্যাটে  প্রকৃত পক্ষে নিঃসঙ্গ রাজনৈতিক জীবন কাটিয়ে  চলেছেন |  2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিপিএম তথা বামেরা রাজনৈতিক ক্ষমতা হারান | বুদ্ধদেব ভট্টাচার্য নিজে যাদবপুর কেন্দ্রে পরাজিত হন |

 এরপর একদিকে রাজনৈতিক হতাশা , অপরদিকে হাঁপানীজনিত  অসুস্থতার কারণে বুদ্ধদেব ভট্টাচার্য বিগত সাত  বছরে জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন | একাধিক রাজনৈতিক অনুষ্ঠানে ও তাঁর গড়  হাজিরা সিপিএম সমর্থকদের হতাশ করে তোলে | সাম্প্রতিক সময়ে  পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে , সন্ত্রাস ও রাজনৈতিক হিংসার রাজনিতী পশ্চিমবঙ্গের জনজীবনকে গ্রাস করেছে তা নিয়েও কোন প্রতিক্রিয়া বা বিবৃতি জারি করেননি বুদ্ধদেব |

 এতেই চটেছেন সিপিএমের দলীয় ক্যাডার থেকে বাম সমর্থকরা | এখন আর বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি তাঁদের মমত্ব ক্রমেই কমছে | রাজনৈতিক মহল তাঁর নীরব রাজনৈতিক ভূমিকায় যে যঠেষ্ট তপ্ত ও ক্ষুব্ধ সে বিষয়ে কোন সন্দেহ নেই |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment