সাংবাদিক নিগ্রহের কথা জানতেন না মমতা !!!


Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হিংসা, সন্ত্রাসের পাশে বিভিন্ন জেলা এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের এলাকায় সাংবাদিক নিগ্রহের বিষয়টি মুখ্যমন্ত্রীর জানাই ছিল না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়| 

গতকাল তিনি নবান্নে বলেন যে, জানতে পারলে অবশ্যই পদক্ষেপ নিতেন| কিন্তু, সাংবাদিক নিগ্রহের অভিযোগ পেয়েও পুলিশ কেন তা মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায়নি ? উঠছে সেই প্রশ্ন| যদিও এ নিয়ে বিরোধীরা এখনও সরব| 

9 এপ্রিল আলিপুরে জেলাশাসকের দপ্তর এ খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন ইনাডু বাংলার প্রতিনিধি মানষ চট্টোপাধ্যায়| তিনি যখন খবর সংগ্রহ করে ফিরছিলেন, তখন দুষ্কৃতীরা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করে দেয়| প্রতিবাদ করলে জোটে মার|

 ঘটনাটি ঘটে পুলিশের সামনেই| তবে পুলিশ কোনো সাহায্য করেনি| তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নি| ওই দিনই আলিপুর থানায় অভিযোগ জানানো হয়|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment