Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে এরই ভেতর শাসক তৃণমূল কংগ্রেস 35% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে, তারপরও হিংসা, সন্ত্রাস থেমে নেই| উত্তর নাজপুরে চলছে হিংসা, প্রচারে বেরিয়ে এক বিজেপি কর্মীর কান কেটে দিল দুষ্কৃতীরা|
ঘটনা উত্তর দিনাজপুরের ডালখোলা থানা রানিগঞ্জ গ্রামে| বিজেপি কর্মী অপূর্ব সোরেন স্থানীয় বিজেপি প্রার্থী বারা কিস্কুর হয়ে প্রচারে যান| তখন তার ওপর হামলা চালায় দুষ্কৃতীরা| গুরুতর আহত অবস্থায় তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়| ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে| যদিও তৃণমূল কংগ্রেস এই ঘটনায় তাদের যুক্ত থাকার অভিযোগ নাচক করেছে|
0 comments:
Post a Comment