তৃণমূলের হাত ধরবেন আব্বাস সিদ্দিকী,দাবি বিজেপি রাজ্য মুখপাত্রের!!



স্টাফ রিপোর্টার ১লা মার্চ :
বাম কংগ্রেস ও আব্বাস সিদ্দিকীর তথাকথিত নড়বড়ে ধর্মনিরপেক্ষ জোট বিজেপির চিন্তার কারণ হয়ে উঠেছে।তাই এবার তৃণমূলের পাশে বাম কংগ্রেস ও আব্বাসের জোটকে এক বন্ধনীতে ফেলে এবার রাজনৈতিক আক্রমণে গেল বিজেপির পশ্চিমবঙ্গ নেতৃত্ব। আব্বাস সিদ্দিকী বাম ও কংগ্রেসের সঙ্গে হাত মেলানোয় তা রাজ্যেনির্বাচনী অভিযানে ক্ষতের দাগ লাগাতে পারে এমনটা মনে করেই আগাম রাজনৈতিক  আক্রমণের লাইন নিল বিজেপি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

বাম কংগ্রেসের ব্রিগেড সমাবেশের পরই জোটকে তৃণমূলের সহযোগী বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সরকারের মুখপাত্র শমীক ভট্টাচার্য।কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বাম কংগ্রেসের জোট কে তুমুল সমালোচনা করেন তিনি। বলেন তৃনমুল এককভাবে ক্ষমতায় ফিরতে না পারলে উপমুখ্যমন্ত্রী হতে পারেন আব্বাস সিদ্দিকী। সমীর বাবুর দাবি সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ করেছে বাম ও কংগ্রেস।বিজেপির রাজনীতি সাম্প্রদায়িক আর ভাইজানের রাজনীতি অসাম্প্রদায়িক এই তত্ত্বের বিচার করবেন পশ্চিমবঙ্গের মানুষ। কংগ্রেস নেতাদের তার কটাক্ষ,বাম জমানায় তাদের 10 হাজার কর্মী খুন হয়েছেন বলে দাবি করেন যে কংগ্রেস নেতারা তাদের মুখ ইনকিলাব জিন্দাবাদ শুনলাম। কিন্তু এত বড় বিগ্রেডে কোথাও একবারও বন্দেমাতরম শুনলাম না। রাজ্যে ফের ধর্মীয় হিংসা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে শমীক ভট্টাচার্য বলেন, গ্রেট ক্যালকাটা কিলিং ফিরিয়ে আনার চক্রান্ত করছে সিপিএম ও কংগ্রেস। তারা আত্মসমর্পণ করেছে সাম্প্রদায়িকতার কাছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment