বিজেপি করোনার থেকেও বিষাক্ত ভাইরাস:অভিষেক বন্দ্যোপাধ্যায়




স্নেহাশীষ মুখার্জি, নদিয়া, 26 অক্টোবর :বিজেপি করোনার থেকেও বিষাক্ত ভাইরাস, এরা সব সময় সিবিআইকে দিয়ে ভয় দেখাতে চায়, মানুষের আবেগ নিয়ে বেইমানি করেছে বিজেপি, তাই বিজেপিকে একটা ও ভোট নয়। এদিন নদিয়ার শান্তিপুরে উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর জনসভায় উপস্থিত হয়ে এইভাবেই আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 30 শে অক্টোবর শান্তিপুরে উপনির্বাচন। তাই নির্বাচনের প্রাক্কালে হাতেগোনা কয়েকটি দিন সব রাজনৈতিক দলগুলোই তাদের সর্ব বৃহৎ শক্তি নিয়ে প্রচারের ময়দানে নেমেছেন। এদিন তৃণমূল কংগ্রেসের হয়ে একটি প্রকাশ্য সমাবেশে যোগদান করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই তিনি বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন সিবিআই এর ভয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলি চুপ করে বসে আছে। কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়েও তারা আটকাতে পারছেননা। মানুষের আবেগের সঙ্গে বেইমানি করবো না। সবাইকে বলব এটা শুধু শান্তিপূর্ণ নির্বাচন নয় গোটা ভারত বর্ষ তাকিয়ে রয়েছে এই নির্বাচনের দিকে। ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা আওয়াজ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ইতিমধ্যেই শান্তিপুরে অনেক উন্নয়ন করেছি। শান্তিপুর হাসপাতালকে ইতিমধ্যেই এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই সঙ্গে শান্তিপুরের স্টেডিয়ামে 8 কোটি টাকার কাজ চলছে। কিছুদিনের মধ্যেই স্টেডিয়াম উদ্বোধন হবে। শান্তিপুরের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল অর্থাৎ বর্তমান সাংসদ জগন্নাথ সরকার তিনি কোন দিন তিন বছর অতিক্রান্ত হলেও শান্তিপুরের নাম উচ্চারণ করেননি। সকলেই উন্নয়নের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমরা শান্তিপুর থেকে 50 হাজারের বেশি ভোটে জয়লাভ করবো।


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment