ত্রিপুরা নিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর!!!

 


রনি,পার্ক সার্কাস:ত্রিপুরায় তৃণমূলের ফলাফল সম্পর্কিত শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী  একেবারেই মিলে গেল," মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে নোটার কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হবে সর্বভারতীয় তৃণমূল পার্টি"! ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই নিজের পুরানো দল তৃণমূল কংগ্রেসকে ঠিক এই ভাষাতেই খোঁচা দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি কংগ্রেস,বামেদের সঙ্গে লড়াইয়ে ছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও!স্বভাবতই পাশের রাজ্যের নির্বাচনের আঁচ পশ্চিমবঙ্গেও কম ছিল না, ত্রিপুরায় ফলাফলের দিকে তাকিয়ে ছিল গোটা রাজ্য রাজনৈতিক মহল!তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি প্রচারে যান বঙ্গ বিজেপির নেতারাও! নির্বাচন ঘোষণার পর থেকেই ত্রিপুরা নির্বাচন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একেরপর এক তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! ভোটের অনেকদিন আগে থেকেই ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট তৃণমূল পাবে বলে দাবি করে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন ত্রিপুরাতে আমরা তৃণমূলকে প্রতিদ্বন্দী হিসাবেই মানছি না সেই কারণেই ত্রিপুরায় দলীয় প্রচারে আমি কিংবা আমাদের কোনো নেতাই তৃণমূল শব্দটি উচ্চারণ করিনি!আমার কথা মিলিয়ে নেবেন ভোটের ফলাফলে,তৃণমূল নোটার থেকেও কম ভোট পাবে! বৃহস্পতিবার ত্রিপুরায় ফলাফল সামনে আসার ঠিক প্রাক্কালে অর্থাৎ গত বুধবার বিধানসভার চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন আমার কথা মিলিয়ে নেবেন তৃণমূল নোটার থেকেও কম ভোট পাবে! সোশ্যাল মিডিয়ায় আজ শুভেন্দুর ভোটের ফলাফলের শতাংশের হিসাব এর সেই হিসাব মিলে যাওয়ায় দাবি করে বিরোধী দলনেতা আবারো কটাক্ষ করে বলেন "মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে নোটার কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হল সর্বভারতীয় তৃণমূল পার্টি"


প্রসঙ্গত,নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রিপুরায় সাকুল্যে এক শতাংশ ভোট পায়নি তৃণমূল কংগ্রেস তৃণমূল তুলনায় নোটাতে ভোট পড়েছে বেশি! কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী ত্রিপুরায় মাত্র  0.88 শতাংশ ভোট পেয়েছে  পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল, সেখানে নোটাতে ভোট পড়েছে 1.36 শতাংশ ভোট অর্থাৎ  34 হাজারের কিছু বেশি সেখানে 22 হাজারের কম কিছু ভোট পেয়েছে তৃণমূল!

Product Buy Link

https://amzn.to/3Y9uv7U


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment