Indiapost24,Web Desk: - বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে ঘর গোছানোর তুমুল ব্যস্ততা বঙ্গের শাসক-বিরোধী শিবিরে। শাসকদল
তৃণমূলের পাশাপাশি প্রধান বিরোধী দল বিজেপিতেও সাংগঠনিক শক্তি চাঙ্গা করার
ব্যস্ততা তুঙ্গে। সেই লক্ষ্যেই এবার দলের যুব সংগঠনে বড়সড় বদল গেরুয়া
শিবিরের। দলে বিরাট দায়িত্ব পেলেন অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে দলের একাধিক শাখার দায়িত্বে বদল ঘটাল রাজ্য বিজেপি। দলের যুব মোর্চার ইনচার্জ করা হয়েছে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে হিরণের সম্পর্ক অম্লমধুর হলেও শুভেন্দু অধিকারীর বেশ ঘনিষ্ঠ বলেই পররিচিত হিরণ। শুভেন্দু ঘনিষ্ঠতার জেরেই কি এবার বিজেপিতে বড় পদ হিরণের? তা নিয়ে চর্চা শুরু রাজনৈতিক মহলে। এর আগে বিজেপি যুব মোর্চার সভাপতি ছিলেন ইন্দ্রনীল খাঁ। তবে বঙ্গ রাজনীতিতে ইন্দ্রনীল সেভাবে পরিচিত মুখ নন। সেই কারণেই হিরণের মতো জনপ্রিয় অভিনেতাকে দলের যুব মোর্চার ইনচার্জ করে যুব সংগঠনকে চাঙ্গা করার চেষ্টায় সুকান্ত শুভেন্দুরা, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূল দলের যুব সংগঠনের ভার সঁপেছে অভিনেত্রী সায়নী ঘোষের কাঁধে। এবার যুব সংগঠনের ক্ষেত্রেও তৃণমূলের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিতে সায়নীর পাল্টা বিজেপির বাজি হিরণ।
0 comments:
Post a Comment