Indiapost24 Web Desk: তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে জোট গড়ার সম্ভাবনা নাকচ করায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির গুণগত পরিবর্তন ঘটেছে। অতি দ্রুত এই রাজ্যে সিপিএমের নেতৃত্ব বাম শিবির, কংগ্রেস ও নওশাদ সিদ্দিকির আইএসএফের মধ্যে বিজেপি-তৃণমূল বিরোধী তৃতীয় জোটের সম্ভাবনা জোরদার হয়েছে। ইতিমধ্যে ব্যাক চ্যানেলে আসন সমঝোতার ব্যাপারে কংগ্রেস-বাম শিবির আলোচনা শুরু হয়ে গেছে। কংগ্রেস ২০টি আসনের কথা বললেও শেষ পর্য্যন্ত তারা ১০-১২ আসনেই থামবে বলে মনে করছেন বাম নেতারা। মূর্শিদাবাদ,মালদহ, উত্তর দিনাজপুরের ৬টি আসন, দার্জিলিং,পুরুলিয়া সহ আরো আসন চাইছে কংগ্রেস। আই এস এফও ৫- ৬টি আসন চাইছে। তবে ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসনে লড়তে চাইছেন নওশাদ সিদ্দিকি। বাম-কংগ্রেস শিবির তাকে ঐ আসনটি ছাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গে ত্রিমুখি লড়াইয়ে আবার বিজেপির রাজ্য নেতৃত্ব অনেকটাই স্বস্তিতে। বিজেপি বিরোধী চিরাচরিত মুসলিম ভোট একদিকে তৃণমূল, অন্য দিকে বাম- কংগ্রেস শিবিরে ভাগ হওয়ার সম্ভাবনায় রাজনৈতিক সস্তিতে গেরুয়া শিবিরের নেতারা। এদিকে প্রবীণ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ১৯-র মত স্লোগান তুলেছেন। তার কথা ৪২-এ ৪২ পাবে তৃণমূল। বঙ্গে বিজেপি ফিনিশ হবে। প্রধানমন্ত্রী হবেন বাংলার লড়াকু জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Home / Breaking News /
Breaking news Political /
Top News
/ বঙ্গে তৃতীয় জোটের প্রস্তুতি শুরু,স্বস্তিতে রাজ্য বিজেপি
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment