কংগ্রেস মুখি করিম চাচা?

 


Indiapost24 Web Desk: উত্তর দিনাজপুরের ইসলামপুরের তৃণমূল - বিধায়ক ১১ বার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচিত হয়ে এসেছেন। আব্দুল করিম চৌধুরীর সঙ্গে উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও তাঁর গোষ্ঠীর দীর্ঘদিন বনিবনা নেই, সংঘাত চলছে। করিম চৌধুরী কার্যত মমতা- অভিষেকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তাঁর সম্ভাব্য দল ছাড়া নিয়েও জল্পনা তুঙ্গে। কংগ্রেসে চলে যেতে পারেন করিম চৌধুরী এমনই জল্পনা ছড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ।

ফরয়ার্ড ব্লক থেকে হাফিজ আলি সাইরানি, ইমরান আলি ভিক্টর ইতিমধ্যে কংগ্রেসে যোগ দেওয়ায় উত্তর দিনাজপুরেও কংগ্রেসের পালে হাওয়া লেগেছে। মুর্শিদাবাদের মত মালদহ, উত্তর দিনাজপুরে তৃণমূলের মুসলিম নেতা-কর্মী ও সমর্থকরা কংগ্রেসে ফিরতে চলেছেন এমন চোরাস্রোতে বিস্মিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

সাগর দিঘিতে তৃণমূলের উপ নির্বাচনে ভরা ডুবির পর সংখ্যালঘু মুসলিমদের বড় অংশ তৃণমূল ছেড়ে কংগ্রেস-বামজোট ও আইএসএফে যোগ দিতে চলেছেন এমন রাজনৈতিক জল্পনায় বেজায় চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment