বিজেপিতে যোগ দিলেন অনুরাধা পড়োয়াল

 


Indiapost24 Web Desk:লোকসভা নির্ঘন্ট ঘোষণার আগেই বিজেপিতে যোগ দিলেন প্রবাদ প্রতিম গায়িকা অনুরাধা পড়োয়াল। ৮০-৯০ এর দশকে তিনি একাধিক হিট গান উপহার দেন এবং ভক্তিমূলক সঙ্গীতের জন্যও তিনি পরিচিত।

শনিবার নয়াদিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন অনুরাধা পড়োয়াল। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, “সনাতন ধর্মের সাথে গভীর সম্পর্ক”রয়েছে এমন দলে যোগ দিতে পেরে খুশি”।

একটি সাংবাদিক সম্মেলনে অনুরাধা পড়োয়াল বলেন, “আমি বিজেপিতে যোগ দিতে পেরে খুশি। সনাতনের (ধর্ম) সঙ্গে বিজেপির গভীর সম্পর্ক রয়েছে। এটা আমার সৌভাগ্য যে আমি আজ বিজেপিতে যোগ দিচ্ছি।” দলের একাধিক সিনিয়র নেতাদের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তিনি ।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment