Indiapost24 Web Desk:এউ জি বাতিলের দাবি সহ একাধিক পিটিশনের প্রেক্ষিপ্তে আজ ১১ জুলাই সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে। নিট এউ জি পরীক্ষা বাতিল করে পরীক্ষা আবার নেওয়া হবে নাকি নিট কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে আজ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। নিট এউ জি পরীক্ষা ২০২৪ -এ উপস্থিত প্রায় ২৪ লক্ষ প্রার্থীর ভবিষ্যতের বিষয়ে আজ আদালত সিদ্ধান্ত নিতে চলেছে। সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের একটি বেঞ্চ সুপ্রিম কোর্টে এনইইটি মামলার শুনানি করছে। আদালতের সিদ্ধান্তের আগে, নিট এউ জি নিয়ে দুটি বড় আপডেট বেরিয়ে এসেছে। একটি যেখানে কেন্দ্র এনইইটি প্রশ্নপত্রের ফাঁসকে বড় আকারে প্রশ্ন ফাঁসের ঘটনা বলে অস্বীকার করেছে এবং অন্যটিতে এনটিএ বলেছে যে সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রামে ভাইরাল হওয়া নিট প্রশ্নপত্রের ভাইরাল ভিডিও জাল। এ ক্ষেত্রে এনটিএর পক্ষ থেকে আদালতে প্রমাণও পেশ করা হয়েছে। এনটিএ জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ভাইরাল ভিডিওটি ভুয়ো। ভিডিওটি এডিট করা হয়েছে এবং এর টাইমিং টেম্পার করা হয়েছে।
নিট -তে কোনও অনিয়ম হয়নি, কেন্দ্র সুপ্রিম কোর্টে কারচুপির বিষয়টিকে একেবারে অস্বীকার করেছে। পাশাপাশি বৃহস্পতিবার সিবিআই সুপ্রিম কোর্টে হলফ নামা দাখিল করে জানিয়েছে নিট ২০২৪- প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা একেবারে স্থানীয় স্তরে ঘটেছে। সমাজ মাধ্যেম এই পরীক্ষার কোন প্রশ্ন পত্র ফাঁস হয়নি। নিট-প্রশ্ন ফাঁস মামলায় সুপ্রিম কোর্টের শুনানি আজ বৃহস্পতিবার, ১১ জুলাই হওয়ার কথা। তবে এর আগেও, নিট এউ জি ২০২৪- নিয়ে সামনে এসেছে দুটি বড় আপডেট। কেন্দ্রীয় সরকার এবং এন টি এ উভয়ই এবিষয়ে আদালতে তাদের হলফনামা দাখিল করেছে। উভয় পক্ষের উত্তরে জানিয়েছে নিট এউ জি পরীক্ষার কোন অনিয়মের ঘটনা ঘটেনি। আজ আবার সি জে আই ডি ওই চন্দ্রচূড়ের বেঞ্চে নিট -এর শুনানি হতে চলেছে।
নিট কাণ্ডে সুপ্রিম কোর্টে ‘স্ট্যাটাস রিপোর্ট’ পেশ করল সিবিআই। প্রশ্ন ফাঁসের ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে সিবিআই। দুদিন আগে পাটনা থেকে এক প্রার্থী সহ আরও দু’জনকে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। এখনও পর্যন্ত এই বিষয়ে সিবিআইয়ের তরফে ৬টি এফআইআর দায়ের করা হয়েছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই), নিট এউ জি -এর কথিত পেপার ফাঁস মামলার তদন্ত করছে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তার স্ট্যাটাস রিপোর্ট দাখিল করেছে। সিবিআই সিল কভারে এই রিপোর্ট দাখিল করেছে। পেপার ফাঁস মামলার শুনানিও আজ সুপ্রিম কোর্টে।
এর আগে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এনটিএ হলফনামায় বলেছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশ্নপত্র প্রস্তুত করার জন্য কঠোর নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করা হয়। অনেক বিষয় বিশেষজ্ঞের উপস্থিতিতে তা প্রস্তুত করা হয়। সেগুলো সিল করা খামে রাখা হয়। প্রিন্টিং সিসিটিভি নজরদারির অধীনে করা হয়। কড়া নিরাপত্তায় এবং জিপিএস ট্র্যাকার ও ডিজিটাল লক দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হয়।
0 comments:
Post a Comment