Indiapost24 Web Desk:বাংলাদেশে পালাবদলের প্রভাব পড়েছে কলকাতায়। বঙ্গবন্ধু মুজিব সরণিতে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও পার্কসার্কাস লাগোয়া বাংলাদেশ তথ্য কেন্দ্র ও লাইব্রেরি থেকে স্বাধীন বাংলার রূপকার ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মুজিবর রহমানের প্রতিকৃতি সরিয়ে
দেওয়া হয়েছে। ঢাকা থেকে সেনা কর্তাদের নির্দেশ পৌঁছানো মাত্রই বাংলাদেশের রূপকারের ছবি বাংলাদেশ তথ্য কেন্দ্র লাইব্রেরির গোডাউনে ফেলে দেওয়া হয়েছে।
বাংলাদেশের পালাবদল ও জামাত-নিয়ে উদ্বেগই বাড়ছে। কলকাতায় থাকা নানা কাজে বাংলাদেশিরা এ নিয়ে দ্বিধা বিভক্ত। অনুদিকে পশ্চিমবঙ্গের ডান-বাম সব রাজনৈতিক দলই বাংলাদেশের ঘটনাবলিতে প্রবল উদ্বেগেই রয়েছেন। বিজেপি আশঙ্কা করছে বাংলাদেশ থেকে হিন্দু ও আওয়ামি লীগ সমর্থক শরণার্থীদের ঢল নামতে চলেছে। সীমান্তে রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগের ত্যপরতায় বাড়ছে। বাংলাদেশ নিয়ে উদ্বেগেই কলকাতা তথা পশ্চিমবঙ্গ।
0 comments:
Post a Comment