তলব পেয়ে সিবিআই দফতরে পানিহাটির বিধায়ক

 



Indiapost24 Web Desk:ফেসবুক কভারে জ্বলজ্বল করছে 'তিলোত্তমার বিচার চাই, দোষীদের ফাঁসি চাই।' এবার সেই আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনাতেই সিবিআই দফতরে হাজিরা দিতে হল পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে। তিনি মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আর জি করে গিয়েছিলেন। দেহ সৎকারের সময় শ্মশানেও ছিলেন পানিহাটির বিধায়ক। তিনি নির্যাতিতার বাবা-মায়ের উপর চাপ সৃষ্টি করেছিলেন বলেও অভিযোগ উঠেছে। এবার সেই ঘটনাতেই নির্মল ঘোষ কে  তলব করে সিবিআই। সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হন তৃণমূল কংগ্রেস বিধায়ক। আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় তাঁর বয়ান নথিভুক্ত করছে সিবিআই।আর জি কর মেডিক্যাল কলেজে যে মহিলা চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়েছে, তাঁর বাড়ি নির্মলের বিধানসভা অঞ্চলের মধ্যে পড়ে। মৃতার বাবা-মা যখন হাসপাতালে যান, তখন তাঁদের সঙ্গেই সেখানে যান নির্মল। তিনি সারাক্ষণ নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে ছিলেন। কিন্তু আর জি কর মেডিক্যাল কলেজ তাঁর বিধানসভা অঞ্চলের মধ্যে না পড়া সত্ত্বেও নির্মল কেন সেখানে গিয়েছিলেন, সেই প্রশ্ন উঠছে। এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা বা প্রমাণ লোপাটের সঙ্গে পানিহাটির বিধায়কের কোনও যোগ আছে কি না, সে বিষয়ে তদন্ত করছে সিবিআই।আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার বিষয়ে এখনও অনেক প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে না। পানিহাটির বিধায়কের ভূমিকাও সন্দেহজনক। তিনি কেন হাসপাতালে গিয়েছিলেন, শ্মশানে ছিলেন, হাসপাতাল ও শ্মশানে কী করছিলেন, সে বিষয়েই জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। পানিহাটির বিধায়কের জবাব সন্তোষজনক না হলে তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment